Kemon Kore Lyrics By Ahmed Shobuj And Esha Adrita From Chor Police
Kemon Kore Lyrics Is Bengali Chor Police Drama Song. This Song Is Sung By Ahmed Shobuj And Esha Adrita. Music Composed By Ahmed Sobuj.This Song Lyrics And Tune Created By Ahmed Sobuj.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Kemon Kore – কেমন করে
Singer : Ahmed Shobuj & Esha Adrita
Lyric, Tune & Music : Ahmed Sobuj
Drama : Chor Police
Label : CD Choice
Cast : Musfiq R Farhan & Sarika Sabrin
Edit & Color : Rashed Rabbi
Director : Noyeem Imtiaz Neamul
Publicity Design: Masum Billah (Mbgfx)
Kemon Kore Song Lyrics In Bengali
কিছু ভাবতে পারি না যে
তোকে ভুলতে পারি না যে
ভালোবাসতে পারি না যে
তোকে ছাড়তে পারি না যে।
কিছু ভাবতে পারি না যে
তোকে ভুলতে পারি না যে
ভালোবাসতে পারি না যে
তোকে ছাড়তে পারি না যে।
লাগে না ভালো তোকে ছাড়া
কোনো ভাবে তোকে আমি
পারিনা তোকে ভুলে যেতে
বুকের ভেতর কেমন করে।
কেমন করে কেমন করে
বুকের ভেতর কেমন করে
ভুলতে পারিনা স্মৃতি গুলো
আমাকে কেনো কাঁদায়
চোখের পানি ঝড়ে পরে
নিমিশে মিশে যায়।
কেমন করে কেমন করে
ভুলতে পারিনা স্মৃতি গুলো
আমাকে কেনো কাঁদায়
চোখের পানি ঝড়ে পরে
নিমিশে মিশে যায়।
আর গল্প গুলো পড়লে মনে
সুর গুলো হয় বাজে কানে
আমাকে কেনো ভাবায়।
লাগে না ভালো তোকে ছাড়া
কোনো ভাবে তোকে আমি
পারি না তোকে ভুলে যেতে
বুকের ভেতর কেমন করে
কেমন করে কেমন করে
বুকের ভেতর কেমন করে।
কেমন করে গানের লিরিক্স
kichu vabte pare naje
toke vulte pare naje
bhalobsate pare naje
toke charte parenaje.
kichu vabte pare naje
toke vulte pare naje
bhalobsate pare naje
toke charte parenaje.
kemon kore kemon kore
cokher pani jhore pore
nimeshe mishe jai.