Jol Lyrics By Rehaan From Urchi Tomar Preme
Jol Lyrics Is Bangla Urchi Tomar Preme Drama Song. This Song Is Sung By Rehaan. Music Composed by Ahmmed Humayun. This Song Lyric And Tune was Created By A Mizan And Ahmmed Humayun.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Jol – জল
Drama : Urchi Tomar Preme
Singer : Rehaan
Lyric : A Mizan
Tune & Music : Ahmmed Humayun
Director : Jakaria Showkhin
D.O.P : Kamrul Islam Shuvo
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
Jol Song Lyrics In Bengali
আমি তোমার নাম দিয়েছি জল
তুমি আমার গাল গড়িয়ে নামো
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।
এ-পাশ ও-পাশ, মনের দু-পাশ
ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস
এ-পাশ ও-পাশ, মনের দু-পাশ
ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।
ধূলোর মিছিলে দিয়েছি যোগ
এলোমেলো জীবন করি উপভোগ
ধূলোর মিছিলে দিয়েছি যোগ
এলোমেলো জীবন করি উপভোগ
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।
আমি তোমার নাম দিয়েছি জল
তুমি আমার গাল গড়িয়ে নামো
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।
জল লিরিক্স – রেহান – উড়ছি তোমার প্রেমে
Ami tomar naam diyechi jol
Tummi amar gaal goriye namo
Buke nei sukh chena chirkut
Vije kalo chokher boroshay.
Amar vetor purchi ami
TOmar deowa khorotay
Tomar vetor urchi abar
Theme jai jorotay.
E pash o pash moner dupash
Ghire ache shudhu chena dirghoswash
Dhulor michile diyechi jog
Elomelo jibon kori upobhog.