Jodi Boli Lyrics (যদি বলি) Pratik | Sudeshna | Valentines Day Song

Jodi Boli Lyrics By Pratik And Sudeshna

Jodi Boli Lyrics Is Bengali Valentines Day Song. This Song Is Sung By Pratik Kundu And Sudeshna Das. Music Composed By Pratik Kundu.This Song Lyrics Created By Pratik Kundu.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Jodi Boli – যদি বলি
Singer : Pratik Kundu And Sudeshna Das
Music Arranger : Dipesh Chakraborty
Music & Lyrics : Pratik Kundu
Mix & Master: Debojit Sengupta
Director : Krish Bose
Editor, DOP, Colorist, Associate Director : Sayan Sarkar
Music Label : The Bong Studio

Jodi Boli Song Lyrics In Bengali

যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে।

যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই
তুমি আমার তাই
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে।

গোধূলি আকাশ
মুছে দিলো সাজ
অযথা দূরে তবু তুমি আজ।

অভিমানী ভুল
ধরবে আঙ্গুল
মন করে বায়না
তুমি কি আমায়
করবে পাগল।

শাড়ির আঁচল
চোখের কাজল
প্রেমে তুমিও
পড়ে যাবে হায়
দেখো যদি আয়না।

বাঁচি এই বিশ্বাসে
শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি
শূন্য এ মহাদেশে।

যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি তবুও
তোমাকে চাই
তুমি স্বপ্নেই এসো
রূপকথার ওই দেশে।

আমি বুকের মাঝে
জাপটে জড়িয়ে
যত কথা আছে সবই
তোমাকেই বলি।

আমি কান পেতে
সেই মনের গভীরে
লুকোনো যন্ত্রনা শুনে ফেলি।

তুমি অভিমানে খুব
হয়ে গেলে চুপ
ভুল মেনে নিয়ে কত
কত sorry বলি।

ভাবি থাকবোই
রেগে গম্ভীর মুখে
তোমার কোথায় ধুৎ
আমি হেসে ফেলি।

মারপিট আর ঝগড়াঝাটিরা
শান্তি চাইবে শেষে
তাই অভিমান
ভুলে আদর মাখতে
তোমার কাছে এসে।

যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে
যদি বলি হ্যাঁ।

হাসছি আমি শুধুই
তুমি আমার তাই
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে।

বাঁচি এই বিশ্বাসে
শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে
আমি শূন্য এ মহাদেশে।

যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি
তবুও তোমাকে চাই
তুমি স্বপ্নেই এসো
রূপকথার ওই দেশে।

যদি বলি লিরিক্স – ভালবাসা দিবসের গান

Jodi boli amar
protita raat
Tomar kole chai
Bolo thoter choway
Ador makhabe gaale.

Jodi boli ha ami
haschi shudhui
Tumi amar tai
Bolo chere toh debe na
Kokhono moner bhule.

Bachi ei biswash
shesh nishwashe
Tomakei pashe chai
Tumi na thakle ami
shunno e mohadeshe.

Jodi gumiyeo pori
Sesh ghume ami tobuo
tomake chai
Tumi shopnei esho
rupkothar oi deshe.

Phiriye Nish Lyrics (ফিরিয়ে নিস) Pratik Kundu

Leave a Comment