
Jhorna Kothay Jabe Lyrics By Shovon Ganguly From Rudrabinar Obhishaap Web Series
Jhorna Kothay Jabe Lyrics Is Bangla Rudrabinar Obhishaap Web Series Song. This Song Is Sung By Shovon Ganguly. Music & Tune Composed by Joy Sarkar. This Song Lyric was Created By Srijato.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Jhorna Kothay Jabe – ঝর্ণা কোথায় যাবে
Singer: Shovon Ganguly
Lyrics: Srijato
Music: Joy Sarkar
Web Series: Rudrabinar Obhishaap
Label: SVF Music
Jhorna Kothay Jabe Song Lyrics In Bengali
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে
মন তোমাতেই ফেরে বেহাগী বলে
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরোলে
দুরে দুরে থাকি এ যাতনা সয় না
কথা রোখে বাকি ভালোবাসা হয় না
যে ছিলো মেঘের নাম তাকে ডাকো বৃষ্টি
ঝরে গিয়ে নিশ্বাসে আর দাবি রয় নয়
ফিরবে তোমার কাছে
ফিরবে তোমার কাছে ফেরারি সে হলে
মন তোমাতেই ফেরে বেহাগী বোলে
ঝর্ণা কোথায় যাবে পাহাড় পেরুলে
ঝর্ণা কোথায় যাবে লিরিক্স
Jhorna kothay jabe pahar perole
Jhorna kothay jabe pahar perole
Mon tomatei fere behagi bole
Jhorna kothay jabe pahar perole.
Dure dure thaki e jatona soy na
Kotha rekekhe baki valobasa hoy na
Je chilo megher naam take dako bristy
Jhore giye nisswase ar dabi roy noy.
Firbe tomar kache
Firbe tomar kache ferari se hole
Mon tomatei fere behagi bole
Jhorna kothay jabe pahar perole.