Jabe Jodi Chole Lyrics By Tahsin Ahmed
Jabe Jodi Chole Lyrics Is Bengali Tumi Ashbe Bole Drama Song. Cast : Musfiq R Farhan And Tasnia Farin. This Song Is Sung By Tahsin Ahmed. Music Composed By Tahsin Ahmed.This Song Lyrics And Tune Created By Hasibul Huq Helal.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Jabe Jodi Chole – যাবে যদি চলে
Singer : Tahsin Ahmed
Lyric & Tune : Hasibul Huq Helal
Music : Tahsin Ahmed
Drama : Tumi Ashbe Bole (Coming Soon)
Cast : Musfiq R Farhan And Tasnia Farin
Label : Agniveena
Jabe Jodi Chole Song Lyrics In Bengali
যাবে যদি চলে কেন
ভালোবেসে ছিলে
ছলনার চোখে
কেন দেখে গেলে
সুখে যদি থাকো
এসো না আর ফিরে
না পাওয়ার সুখ খুঁজে
নেবো কষ্টের ভিড়ে
দিন যাই চলে,
সময়ও যাই বয়ে
তবু থাকি তোমার আশায়
তুমি আসবে বলে
কখনো কি শত ভিড়ে
তোমার মন আমায় খোজে
আবার মুহুর্তরা, হাত বাড়ালে
আবারো কি ফিরে তাকাবে
দিন যাই চলে,
সময়ও যাই বয়ে
তবু থাকি তোমার আশায়
তুমি আসবে বলে
কেনরে তুই কি কারণে
চলে গেলি অভিমানে
বেঁচে আছি তোর কারণে
কষ্ট নিয়ে আমার মনে
দিন যাই চলে,
সময়ও যাই বয়ে
তবু থাকি তোমার আশায়
তুমি আসবে বলে
যাবে যদি চলে
কেন ভালোবেসে ছিলে
ছলনার চোখে
কেন দেখে গেলে
সুখে যদি থাকো এ
সো না আর ফিরে
না পাওয়ার সুখ খুঁজে
নেবো কষ্টের ভিড়ে
যাবে যদি চলে গানের লিরিক্স
Jabe jodi chole keno
bhalobese chile
Choloner cokhe
keno dekhe gele.
Sukhe jodi thako
eso na ar phire
Na paoyer sukh khuje
nebo koster bhire.
Din jai cole,
Somoy’o jai boye
Tabu thaki tomar asay
Tumi asbe bole.
Kakhono ki soto bhire
Tomar mon amay khoje
Abar muhurtora, haat barale
Abaro ki phire takabe.
Kenore tui ki karone
Cole geli abhimane
Bece achi tor karone
Kosto niye amar mone.