Ishq E Nabi Jindabad By Kalarab
Ishq E Nabi Jindabad Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad, Muhammad Badruzzaman & Ahmod Abdullah. This Song Lyric was Created By Saif Siraj. This Song Tune was Created By Ahmod Abdullah.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Ishq E Nabi Jindabad
Singer: Sayed Ahmad,
Muhammad Badruzzaman & Ahmod Abdullah
Lyric: Saif Siraj
Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
Sound Design: Tanjim Reza
Lalel: Holy Tune
Ishq E Nabi Jindabad Gojol Lyrics In Bengali
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।(২)
আমার মনের ভুবন জুড়ে,
উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে
বললো মুহাম্মদ,
আমার মনের ভুবন জুড়ে,
উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে
বললো মুহাম্মদ।
ঝিঝির দোলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে,
ঝিঝির দোলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে।
সেই খুশিতে জাগলো ধরা
চললো ক্ষমার পরম পরা,
মনের আকাশ আরলো মনে
দূর মাদিনার চাঁদ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
রক্ত কনায় দফায় দফায়
উঠে শিহরণ,
মুহাম্মদের নামের সুরে
গায় পাখি যখন।
আকুল সুরে শিল্পী কবী
গাইলে প্রেমের নাতে নাবী,
আকুল সুরে শিল্পী কবী
গাইলে প্রেমের নাতে নাবী।
মন হয়ে যায় পাগল পারা
নামায় দু-চোখ আস্রু ধারা,
দীল পরিবেশ দরুদ সুরে
চায় দিদারের সাধ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
ভোরের বাতাস বইলে বলি
সালাম নিয়ে যাও,
ফিরতি পাখির কাছে বলি
রওজার সুবাস দাও।
আমার বুকা আবদার তাই
আকাশ থেকে সান্তনা পাই,
আমার বুকা আবদার তাই
আকাশ থেকে সান্তনা পাই।
মায়ার নাবীর হাত হতে কাল
আবেহায়াত পাবে কপাল
হৃদয়ে করাস ওঠে ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ লিরিক্স
ডাউনলোড করুন