Hridoye Mahfuz Gojol Lyrics By Kalarab Shilpigosthi
Hridoye Mahfuz Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Ahmod Abdullah, Omar Abdullah, Elias Amin, Tawhid Jamil & Salman Sadi. This Song Lyric And Tune was Created By Husain Al Hafiz And Ahmod Abdullah.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Hridoye Mahfuz – হৃদয়ে মাহফুজ
Singer : Ahmod Abdullah, Omar Abdullah, Elias Amin, Tawhid Jamil & Salman Sadi
Lyric : Husain Al Hafiz
Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label : Holy Tune
Hridoye Mahfuz Gojol Lyrics In Bengali
তোমার জন্য হাসির
গুলাপ কত আলাপের ইচ্ছে
তোমার জন্যে মনে জমা
প্রেম চোঁখের জলে ভিজছে।
তোমার জন্য হাসির
গুলাপ কত আলাপের ইচ্ছে
তোমার জন্যে মনে জমা
প্রেম চোঁখের জলে ভিজছে।
তোমার জন্য কত গান
জমা সুরের হাওয়ায় উড়ছে
তোমার জন্য হাজার
কবিতা মনের আগুনে পুড়ছে।
তোমার জন্য বিরহের
তীর হৃদয়েরালে বেধেছে
তোমার জন্য বিরহের
তীর হৃদয়েরালে বেধেছে
মনের উঠন ভিজছে
মাহফুজ।
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে।
তোমার জন্য চেয়ার খালি
তোমার জন্য কামরা
তোমি একা নও পাশে
আছি তোমার জন্য আমরাও।
তোমার জন্য আমাদের মন
রুটিন করে কাঁদছে
তোমার জন্য আমাদের মন
রুটিন করে কাঁদছে।
তোমার জন্য চায়ের
কাপটা ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে
তোমার জন্য আকাশ কালো
সব আয়োজন মিথ্যে
মনের উঠোন ভিজছে
মাহফুজ।
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে।
তোমার জন্য আগামীর
কত জমিয়ে রাখা গল্প
বলতে গীয়েও হয়নি বলা
ভেবেছি বলবো বলবো।
তোমায় জন্য হারিয়ে
গেলো হাসবার যত ফন্দি
খোলা বাতাসের বিষাদ
কালোয় দুচোখ ক্যমেরা বন্দি।
অতিতের যত সৃতি মাখা দিন
জমানো মনের স্তম্ভে
একবার এসো তোমার জন্য
একটু হলেও কমবে।
তোমার জন্য গুছানো
জীবন মেঘেরা ডেকে দিচ্ছে
মনের উঠোন ভিজছে
মাহফুজ।
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে।
হৃদয়ে মাহফুজ গজলের লিরিক্স – কলরব শিল্পীগোষ্ঠী
tomar jonno hasher
gulap koto alaper icche
tomar jonno mone joma
prem chokher jole vijche.
tomar jonno hasher
gulap koto alaper icche
tomar jonno mone joma
prem chokher jole vijche.
tomar jono koto gaan
joma surer hawaai urche
tomar jonno hajar
kobita moner agune purche.