Holud Patar Moto Gojol Lyrics By Sayed Bin Shafiq
Holud Patar Moto Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Bin Shafiq. This Song Lyric And Tune was Created By Gazi Khairul Islam And Sayed Bin Shafiq.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Holud Patar Moto – হলুদ পাতার মতো
Tune & Singer : Sayed Bin Shafiq
Lyric : Gazi Khairul Islam
Label : Holy Tune Studio
Sound Design : Wali Ullah
Video Director : Abdur Rahman
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label : Holy Tune
Holud Patar Moto Gojol Lyrics In Bengali
গাছের পাতা যায়রে ঝড়ে
সকাল-বিকেল কত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।
ঈমান রাখিস বুকের ভিতর
তুই যে অবিরত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।
কোরআন জেনে সুন্নাহ মেনে
করলে জীবন যাপন
সহজ হবে উভয় জীবন
প্রভু হবে আপন।
কোরআন জেনে সুন্নাহ মেনে
করলে জীবন যাপন
সহজ হবে উভয় জীবন
প্রভু হবে আপন।
ও তোরা মন থেকে দূর হবে সব
গুনাহ আছে যত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।
সুখে দুঃখে পলে পলে
রভের কথা বলিস
রঙের জীবন ছেড়ে রে তুই
রাসুল মতে চলিস।
সুখে দুঃখে পলে পলে
রভের কথা বলিস
রঙের জীবন ছেড়ে রে তুই
রাসুল মতে চলিস।
ও তোর জীবন হবে সুখের নদী
ঝড়বে দুঃখের ক্ষত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।
ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।
হলুদ পাতার মতো গজলের লিরিক্স
gacher pata jaire jhore
sokal bikal koto
somay hole jhorbire tui.
holud patar moto
somay hole jhorbire tui
holud patar moto.