Hobe Naki Bou Lyrics By Keshab Dey And Bhuban Badyakar
Hobe Naki Bou Lyrics Is Bengali Song. This Song Is Sung By Keshab Dey And Bhuban badyakar. Music Composed By Keshab Dey. This Song Lyrics Created By Badal Paul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Hobe Naki Bou – হবে নাকি বৌ
Singer : Keshab Dey & Bhuban badyakar
Lyrics : Badal Paul
Composition : Keshab Dey
Music Arrangement : Anindya B
Recoded at : Studio Om
Mixing & mastering : Suraj Nag (Mumbai)
Lable : Times Music Bangla
Hobe Naki Bou Song Lyrics In Bengali
বোকা সোকা লোক আমি
দুনিয়ার পাগলামি
বেড়েই চলেছে যেন আজকাল
যাই দেখি কালা কালা
সবই তো বাপের শালা
ব্রেকআপ হলেই করে হরতাল
বোকা সোকা লোক আমি
দুনিয়ার পাগলামি
বেড়েই চলেছে যেন আজকাল
যাই দেখি কালা কালা
সবই তো বাপের শালা
ব্রেকআপ হলেই করে হরতাল
সমাজটা বকে গেছে
ফেসবুক টপে আছে
যাই করবে সব ভাইরাল
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে মৌ
তোমায় কাঁচা বাদাম দেব
বলো হবে নাকি বৌ
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে মৌ
তোমায় কাঁচা বাদাম দেব
বলো হবে নাকি বৌ
বাদাম বেচে খাই
সেলেব্রিটি ভাই
বাদামের তুলনা
দুনিয়াতে আর নাই।
বাদামের তুলনা
দুনিয়াতে আর নাই।
ট্রেন্ডিং এ চলছি
কত গান গাইছি
আজ আছি বেঁচে নিই
কাল ভেবে লাভ নাই
খালি করো রাস্তা
বাদাম যে সস্তা
কাঁচা কাঁচা নাও
ঘর বাড়ি সব ছেড়ে
চলে যাবো বহু দূরে
তুই আমি ছাড়া আর কেউ না
বেকার বলে আজ
পকেটেতে মাল নাই
তবু তোর অল্পেতে হয়না
ঘর বাড়ি সব ছেড়ে
চলে যাবো বহু দূরে
তুই আমি ছাড়া আর কেউ না
বেকার বলে আজ
পকেটেতে মাল নাই
তবু তোর অল্পেতে হয়না
সব কিছু ভুলে গেছি
এই বেশ ভালো আছি
বাজাবো আমি আজ করতাল
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে মৌ
তোমায় কাঁচা বাদাম দেব
বলো হবে নাকি বৌ
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে মৌ
তোমায় কাঁচা বাদাম দেব
বলো হবে নাকি বৌ
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে মৌ
তোমায় কাঁচা বাদাম দেব
বলো হবে নাকি বৌ
আতা গাছে তোতাপাখি
ডালিম গাছে মৌ
তোমায় কাঁচা বাদাম দেব
বলো হবে নাকি বৌ
হবে নাকি বৌ গানের লিরিক্স – কেশব দে ও ভুবন বাদ্যকরের
boka soka lok ami
duniyai paglami
berei choleche jeno aajkal.
jai dekhe kala kala
sobe to baper shala
breakup holei kore hortal.
boka soka lok ami
duniyai paglami
berei choleche jeno aajkal.
jai dekhe kala kala
sobe to baper shala
breakup holei kore hortal.