Hathat Dekha Poem Lyrics (হঠাৎ দেখা) Soumitra Chatterjee

Hathat Dekha Poem Lyrics By Soumitra Chatterjee And Rabindranath Thakur

Hathat Dekha Lyrics Is  Bengali Poem. Recited by Soumitra Chatterjee. This Poem Written by Rabindranath Thakur.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Poem Info
Poem : Hathat Dekha – হঠাৎ দেখা
Written by : Rabindranath Thakur
Recited by : Soumitra Chatterjee
Film : Praktan
Label: WINDOWS

Hathat Dekha Kobita In Bengali

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা
ভাবিনি সম্ভব হবে কোনোদিন
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
ডালিম ফুলের মতো রাঙা।

আজ পরেছে কালো রেশমের কাপড়
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে।

মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে
যে দূরত্ব সর্ষে-খেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।

থমকে গেল আমার সমস্ত মনটা
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।

সমাজবিধির পথ গেল খুলে
আলাপ করলেম শুরু
কেমন আছ, কেমন চলছে সংসার ইত্যাদি।

সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার হওয়া চাহনিতে
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব
কোনোটা বা দিলেই না।

বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়
কেন এ-সব কথা
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে
মনে হল কম সাহস নয়
বসলুম ওর এক-বেঞ্চিতে।

গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে
কিছু মনে কোরো না
সময় কোথা সময় নষ্ট করবার।

আমাকে নামতে হবে পরের স্টেশনেই
দূরে যাবে তুমি
দেখা হবে না আর কোনোদিনই।

তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে
শুনব তোমার মুখে
সত্য করে বলবে তো
আমি বললেম, বলব

বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল
আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে
কিছুই কি নেই বাকি

একটুকু রইলেম চুপ করে
তারপর বললেম
রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে
খটকা লাগল
কী জানি বানিয়ে বললেম না কি।

ও বললে থাক্‌, এখন যাও ও দিকে
সবাই নেমে গেল পরের স্টেশনে
আমি চললেম একা।

হঠাৎ দেখা কবিতা আবৃত্তি লিরিক্স

Rail garir kamray hothat dekha
Bhabini shombhob hobe konodin
Agey oke bar-bar dekhechi
lal ronger sharite.

dalim fuler moto ranga
Aaj poreche kaalo reshomer kapor
anchol tuleche mathay.

Dolon-chapar moto chikon
gour mukh-khana ghirey
Amake namte hobe porer station-ei
Dure jabe tumi.

Dekha hobe na aar kono-dini
Tai je proshnotar jobab
etokal theme ache
shunbo tomar mukhe
Sotto kore bolbe to.

Ami bolley bolbo
Bairer akasher dike
takiye sudholo
Amader geche je din
eke barei ki geche
Kichui ki nei baaki.

Ektuku roilem chup
kore Tarpor bollem
Raater shob tarai
ache Diner aalor gobhire.

Ekta Dussongbad Ache Poem Lyrics Munmun

Leave a Comment