Hasbi Rabbi Jallallah Gojol Lyrics (হাসবি রাব্বি জাল্লাল্লাহ) Kalarab

Hasbi Rabbi Jallallah Gojol Lyrics By Kalarab Shilpigosthi

Hasbi Rabbi Jallallah Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Mahfuzul Alam, Fakhrul Haque and Others. This Song Lyric And Tune was Created By Saif Siraj And Muhammad Badruzzaman.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Title: Hasbi Rabbi Jallallah With English Subtitle – হাসবি রাব্বি জাল্লাল্লাহ
Singer: Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Mahfuzul Alam, Fakhrul Haque and Others
Lyric: Saif Siraj
Tune: Muhammad Badruzzaman
Sound Design: Joynul Abedin Ekatto
Recordist: Mahfuzul Alam
Record Label: Holy Tune Studio
Video Director: Farhad Ahmed
English Subtilte: SK Shah Alam
Record Label: Holy Tune Studio

Hasbi Rabbi Jallallah Gojol Lyrics In Bengali

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি কালবি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদ রাসুলুল্লাহ।

তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন।

তবু আমি তোমার হবো তোমার অধীন
তবু আমি তোমার হবো তোমার অধীন
তুমি ছাড়া হারাবে আকাশ টা রঙিন।

তুমি ছাড়া
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।

সকাল সন্ধ্যা, অসুখে আমার
কলবে নামে যাতনা হাজার। (২বার)

জিকির শিফা হয় মন থেকে
ফেলে দেয় মন থেকে সকল কামনার পাহাড়।

লা ইলাহা ইল্লাল্লাহ
লা মাহবুবা ইল্লাল্লাহ
লা মাজুদা ইল্লাল্লাহ
লা মাসুদা ইল্লাল্লাহ
লা মাহফু ইল্লাল্লাহ।

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি কালবি গাইরুল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ

মাফি কালবি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদ রাসুলুল্লাহ।

তুমি ছাড়া
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।

জিকির শান্তি, কাটায় ভ্রান্তি
জিকির ক্ষমা নেই যে উপমা (২ বার)

জিকির কে মন কর আপন
তাসকিয়া তে জীবন-যাপন।

লা ইলাহা ইল্লাল্লাহ
লা মাহবুবা ইল্লাল্লাহ
লা মাজুদা ইল্লাল্লাহ
লা মাসুদা ইল্লাল্লাহ
লা মাহফু ইল্লাল্লাহ।

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি কালবি গাইরুল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ

মাফি কালবি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদ রাসুলুল্লাহ।

তুমি ছাড়া
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।

যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন।

তবু আমি তোমার হব তোমার অধীন
তবু আমি তোমার হব তোমার অধীন
তুমি ছাড়া হারাবে আকাশ টা রঙিন।

তুমি ছাড়া
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।

হাসবি রাব্বি জাল্লাল্লাহ গজলের লিরিক্স – কলরব

Hasbi Rabbi Jallallah
Hasbi Rabbi Jallallah
Mafi kolbi goirullah
La Ilaha Illallah
Muhammad Rosulullah.

Tumi chara mabud
ami thikana bihin
Tumi chara mabud
ami thikana bihin.

Jodio tumi diyecho purota jomin
Jodio tumi diyecho purota jomin
Tobu ami tomar hobo tomar odhin
Tobu ami tomar hobo tomar odhin.

Rahmate Ramjan Lyrics Muhammad Badruzzaman | Ahmod

Leave a Comment