Ghum Mane Mrittur Chum Gojol Lyrics By Jaima Noor
Ghum Mane Mrittur Chum Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Jaima Noor. This Song Lyric And Tune was Created By Abdus Shakur Tuhin.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Chokh Melo Sonamoni – চোখ মেলো সোনামনি
Artist: Jaima Noor
Lyrics & Tune: Abdus Shakur Tuhin
Label: Spondon Audio Visual Centre
Ghum Mane Mrittur Chum Gojol Lyrics In Bengali
চোখ মেলো সোনামণি সবার আগে
বুক ভরে শ্বাস নাও সবার আগে
পাখিরা জাগার আগে সূর্য ওঠার আগে
রবকে ডাকো, যেন হৃদয় জাগে।
আলহামদুলিল্লাহ আল্লাযি
আহয়্যানা বা’দামা আমাতানা
অ-ইলাইহিন নুশুর
রবকে ডেকে তুমি কণ্ঠে তোল এই সুর।
পাখিরা যদি জাগে তোমার আগে
লজ্জা কী লজ্জা তোমার ভাগে
দোয়েল ময়না টিয়ে
যাকে ডাকে শিষ দিয়ে
তুমিও ডাকো সেই নামটি মধুর।
ঘুম, আহা ঘুম! ঘুম মানে মৃত্যুর চুম
মৃত্যু থেকে জাগিয়ে দিলেন যে
তাকে স্মরে যাও নিঃঝুম।
জাগলে তুমি জাগে বাগান বিথী
জেগে ওঠে নতুন এক সবুজ পৃথ্বী
আগে তাই জাগো তুমি
পরে জাগুক এ ভূমি
তুমি হও জাগানিয়া প্রভাতের নূর।
ঘুম মানে মৃত্যুর চুম গজলের লিরিক্স – জাইমা নূর
chokh melo sonamoni sobar agye
buk vore shaas nao sobar agye
pakhira jagar agye surjo othar agye
robke dako jeno hridoy jage.