Eto Noi Noi Lyrics By Kumar Sanu And Pulak Banerjee
Eto Noi Noi Lyrics Is Bangla Song. This Song Is Sung By Kumar Sanu. Cover song Credits by Abir Biswas. Music Composed by Arup-Pranay. This Song Lyric was Created By Pulak Banerjee.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Eto Noi Noi – এতো নয় নয়
Artist: Kumar Sanu
Music Director: Arup-Pranay
Lyricist: Pulak Banerjee
Cover song Credits:
Singer: Abir Biswas
Programming, Mix and Master : Abir Biswas
DOP : Akash Bagchi
Edit & Color : Abir Biswas
Eto Noi Noi Song Lyrics In Bengali
এ তো নয় নয় শুধু গান
এ আমার সপ্ন সাধনা
ভুলবো না কখনো এ গান
তুমি না আমি না কেউ না – ২ বার
স্বরলিপিটা লিখে দিতেই
ভালবাসা ভাষা দিয়েছে – ২ বার
পাছে সে কোথাও কখনো হারায়
প্রেমটাকে বুকে নিয়েছে
সে যে রয়ে গেছে
চোখের তারাতে
পারতো পলক ফেল না
এ আমার স্বপ্ন সাধনা
ভুলবো না কখনো এ গান
তুমি না আমি না কেউ না
রবে যতদিন, এই যে ভুবন
রয়ে যাবে সূর্য সোনার – ২ বার
যতদিন ফুল ফুটবে শাখায়
বুকে নিয়ে শিশির কণা
থাকবে এ গান, প্রেমকে সে দেবে
প্রাণেরই শুভ কামনা
এ আমার স্বপ্ন সাধনা
ভুলবো না কখনো এ গান
তুমি না আমি না কেউ না
এ তো নয় নয় শুধু গান
এ আমার সপ্ন সাধনা
ভুলবো না কখনো এ গান
তুমি না আমি না কেউ না – ৩ বার
এতো নয় নয় গানের লিরিক্স
A to noy noy shudhu gan
A amar sopno sadhona
Vulbo na kokhono a gan
Tumi na ami na keu na x2
Sworlipita likhe ditei
Valobasa vasha diyeche x2
Pache se kothao kokhono haray
Premtake buke niyeche
Se je roye geche
Chokher tarete.