Etai Hip Hop Lyrics By Cfu36 And Zara
Etai Hip Hop Lyrics Is Bengali Rap Song. This Song Is Sung By Cfu36 And Zara. This Song Lyrics Created By Cfu36.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Etai Hip Hop – এটাই হিপহপ
Vocals: Cfu36 And Zara
Produced by: Cfu36
Lyris By: Cfu36
Lavel: Cfu36
Ashshino Faguno Mase Song Lyrics In Bengali
বংশাল ১১০০ তাইকা টান দিয়া
কাপাইয়া নাজির বাজার
নাচাইয়া আলোবাজার গিয়া
এত ভিড় ভান্ডার চাইতে
লাইনে কারা ভাইরে
হুমাই জোর থাকলে এবার
সাউন্ড দে তর মাইক এ
পড়ি কলম খাতার সাইটে
মাইরে বাপ তর হাইটে
গান হুনলে হারায় যাবি ঘুমাবি না রাইতে
জন্ম পুরান ঢাকা ১১০০ বংশাল
বংগালে গানে তবে হইয়া
গেছে কংকাল
বাদবাকী যেইডি আছে
জ্ঞান দেয় দেখ আজকাল
টিকটকে পাওয়া যত
নতকষ্ট বালচাল
হে করিছ না ছোওরামি
তর লাইগা আমি সুনামি
তর ভাংয়া মাইকের ডিসর্কষন
একমাত্র সুর আমি
হেই যে তুমি পট্টি খেলার সবার
থেকে টেস্টিমিয়ার
বাদবাকী যেইডি আছে
করতাছে দেখ বেস্তমি
করতাছে দেখ বেস্তমি
করি বাংলাদেশে বাংলা ভাষায়
বাংলা হিপহপ
করি বাংলাদেশে বাংলা ভাষায়
বাংলা হিপহপ
বাংলা হিপ, হপ হিপ, হপ
করি বাংলাদেশে বাংলা ভাষায়
বাংলা হিপহপ
হেই মন আমার যেইডা চায়
দেখ চামুনা তার বাইরে
এত দাপরানিতে পরস
এইডি চলেনা ভাইরে
তগো মার্কেটে গন্য হওয়ার
শখ আমার নাইরে
আবার গান হুইনা শখ খাইয়া
নখ দিসনা ভাইরে
ও পকিন্নি এইডা কি আর
হিংসুইট্টা পোলাপান
একজনরে উপরে দেখলে আর
একজন বাটি চালান
বাসতাইয়া না জইলা
পোস করতে শিখ
তরা পোস করবি কেমনে
তরা নিজেরাই তা শিখ
করি বাংলাদেশে বাংলা ভাষায়
বাংলা হিপহপ
গান বানাই দিম দাম
বাংলা পিল্ম করতে গিয়া
হইয়া যাইচনা লীলপাম
এমন গান বানা যেইডার লাইগা
বাড়ব নিজের সম্মান
বুক উজ্জ্বল কইরা কমু পারলে
বাংলাদেশে জন্মান
লাইফটা রঙিন একটা
সোসাইল মিডিয়াতে
জীবনটা কঠিন একরার
কইয়া দেখ বাঁকে
লাইফে আপ ডাউন
এইডাই স্বাভাবিক
জীবনে সব কিছু পাইলে মনে
তাকব নাত জীদ বেটা
এই ঘরের সন্তান সব চাওয়ার
আগে পাইছস
আমারা ঘরে বইয়া সপ্নে
দেখি চার লগে খাইচস
লাইফে স্পুইট স্পেশাল
পেচাল কথা কয়
যার প্রেমে ছিল জিরো
এখন লাখ টাকা লয়
যা আমি না টেকা আমার
পিছেচুটছে
তাই বাঁইশবছর কেরিয়ারে
ছোকাসিদা কিনছে
এই জোকা সাথে চলে
পার্কে দেখলে সবার জলে
যে আমারে বন্ধু বলে
পার্কে পাইলে টেংগায় জলে
পার্কে পাইলে টেংগায় জলে
গান বানাই এমন একশ
একশ পিল টুমি
গানের মধ্যে তগো
গোষ্টিগোলা চু
গান বানাই এমন একশ
একশ পিল টুমি
গোষ্টিগোলা
এটাই হিপহপ গানের লিরিক্স
bongshal 1100
taika tan diya
kapaiya najer bajar
nacaiya alobajar giya
ato vir vandar caite.
laine kara vayre
humai jor thakle abar
sound de tor myika
pori kolom khatar saiete.