Ekta Gopon Kotha Lyrics By Topu From Shey Ke
Ekta Gopon Kotha Lyrics Is Bengali Shey Ke Album Song. This Song Is Sung By Topu. Music Composed By Rafa.This Song Lyrics And Tune Created By Topu.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Ekta Gopon Kotha – একটা গোপন কথা
Album Name : Shey Ke
Vocal, Lyrics & Tune : Topu
Music : Rafa
Label : Agniveena
Ekta Gopon Kotha Song Lyrics In Bengali
একটা গোপন কথা ছিলো বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার।
মুখে ভালোবাসি না বলে
মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।
ভেবেছি তা এবার যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার।
কপালে যা আছে লেখা
মনে যদি পাইও ব্যাথা
দেখে নেবো আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।
প্রতিদিন এগলি অগলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে
দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট।
এই দেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।
একটা গোপন কথা লিরিক্স – তপু
Ekta gopon kotha chilo bolbar
Bondhu somoy hobe ki tomar
Ekbar shune bhule jeyo barbar
Bhuleo kauke bolona abar.
Mukhe valobashi na bole
Monete prem niye chole ache onekei
Etodin chilo sadharon tar majhe ekjon
Jaake aaj boro alada laage.
Mon andharer nilimay
Tomakei aaj khujte chaay
Jani na kothay pabo tomay
Ekbar ese dekho amay.