Ekta Golpo Shon Lyrics By Avraal Sahir And Porshi From Nasib
Ekta Golpo Shon Lyrics Is Bengali Nasib Drama Song. This Song Is Sung By Porshi And Avraal Sahir. Music Composed By Avraal Sahir. This Song Lyrics And Tune Created By M A Alam Shuvo And Avraal Sahir.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Ekta Golpo Shon – একটা গল্প শোন
Singer: Porshi And Avraal Sahir
Lyrics: M A Alam Shuvo
Tune & Music: Avraal Sahir
Starring: Musfiq R. Farhan, Keya Payel, Porshi & Avraal Sahir
Drama: Nasib
Directed: Mohidul Mohim
Label: Sultan Entertainment
Ekta Golpo Shon Song Lyrics In Bengali
একটা গল্প শোন দুজনের আলাপন
আমি করিনি গোপন তোর কাছে কিছু
একলা মনের কোন তুই এসে স্বপ্ন বুন
আমি রাখিনি তো এই মন কারো পিছু।
ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙ্গিন খামে
বিনিময় মনটা লিখে দিস আমার নামে – ২বার
একটা গল্প শোন দুজনের আলাপন
আমি করিনি গোপন তোর কাছে কিছু
একলা মনের কোন তুই এসে স্বপ্ন বুন
আমি রাখিনি তো এই মন কারো পিছু।
তোর স্বপ্নে রোজ পাহারায় ঘুম হয়ে থাকি
ভোরের প্রথম আলোয় পাখি হয়ে ডাকি
সবটা জেনেও আমি মনে মনে হাসি
কাছে এসে বুঝেনে না কত ভালবাসি।
কি যে আমার হলো
সবই লাগে এলোমেলো
কথাগুলো জমা আছে বুকের বামে।
ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙ্গিন খামে
বিনিময় মনটা লিখে দিস আমার নামে – ২বার
গাছের ডালে দুজনে বানাবো ছোট্ট ঘর
চাঁদনী রাতে তোকে পেলে!
চাইনা আমি ভোর।
নদীর জলে ভাসবো পদ্ম হয়ে চল
সব হারিয়ে আমার পাশে
থাকবি কি তুই বল
কি যে আমার হলো
সবই লাগে এলোমেলো
কথাগুলো জমা আছে বুকের বামে।
ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙ্গিন খামে
বিনিময় মনটা লিখে দিস আমার নামে – ২বার
একটা গল্প শোন গানের লিরিক্স – পড়শী ও আভ্রাল সাহির – নসিব
akta golpo shon dujoner alapon
ami koreni gopon tor kashe kichu
akla moner kon tui ashe shwapno bun
ami rakhini to ai mon karo pichu.
dhele diye ador morabo rongin khame
binemoiye monta likhe dis amar name
dhele diye ador morabo rongin khame
binemoiye monta likhe dis amar name.
akta golpo shon dujoner alapon
ami koreni gopon tor kashe kichu
akla moner kon tui ashe shwapno bun
ami rakhini to ai mon karo pichu.