Ek Opremiker Jonyo Poem Lyrics By Munmun Mukherjee
Ek Opremiker Jonyo Lyrics Is Bengali Poem. Recited by Munmun Mukherjee. This Poem Written by Taslima Nasrin.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Poem Info
Poem: Ek Opremiker Jonyo – এক অপ্রেমিকের জন্য
Writter: Taslima Nasrin
Recitation: Munmun Mukherjee
Recrding & Mixing: Kaushik Som
Label: Munmun Mukherjee
Ek Opremiker Jonyo Kobita In Bengali
এই শহরে তুমি বাস করবে
কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক
কোথাও আড্ডা দেবে অবসরে
মদ খাবে, তুমুল হইচই করবে
রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না।
ফাঁক পেলে কোন কোন সন্ধ্যে
এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে
কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারোর শাড়ি
আমার আঙিনা পেরিয়েই কোন বাড়িতে হয়তো।
এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে
হাতের নাগালেই থাকবে
হয়তো কখনও জানিয়েই দেবে আমাকে
যে, কাছেই আছো।
কুঁকড়ে যেতে থাকবো
কুচি কুচি করে নিজেকে কাটতে থাকব
দেখা না হওয়ার যন্ত্রণায়
তবু বলবো না এসো।
বলবো না
তোমাকে সুযোগ দেব না বলার
যে তোমার সময় নেই।
বা ভীষণ ব্যস্ত তুমি ইদানীং
তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি
তোমার সঙ্গে আমার আর দেখা হবে না।
বছর পেরোবে
তোমার সঙ্গে দেখা হবে না আমার
তোমার সঙ্গে দেখা না হতে না হতে ভুলতে থাকবো
তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল।
কী রঙের শার্ট পরতে
হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো
কথা বলার সময় নখ খুঁটতে
চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে।
পা নাড়তে, ঘনঘন চেয়ার ছেড়ে উঠতে
জল খেতে কিনা, ভুলতে থাকবো
দেখা না হতে না হতে ভুলতে থাকবো
তুমি ঠিক দেখতে কেমন ছিলে।
তিল গুলো ঠিক মুখে কোথায় কোথায় ছিল
অথবা আদৌ ছিল কিনা
তোমার চুমু খাওয়া গুলো
জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোঁজা গুলো
ঠিক কেমন, ভুলতে থাকবো।
অনেকগুলো বছর পেরিয়ে যাবে
তোমার সঙ্গে আমার আর দেখা হবে না
এক শহরেই, অথচ দেখা হবে না
পথ ভুলেও কেউ কারও পথের দিকে হাঁটবো না
আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না।
কোনও রাস্তার মোড়ে, কিংবা পেট্রোল পাম্পে
কিংবা মাছের দোকানে, বইমেলায়, রেস্তোরাঁয়
কোথাও, কোথাও দেখা হবে না।
আরও অনেকগুলো বছর পর
ভেবে রেখেছি
যেদিন হুড়মুড় করে একঝাঁক আলো নিয়ে
সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে।
যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে
নিতে থাকবে বুনো বৈশাখী
এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো
যে রাতে সারারাত।
তোমাকে মনে মনে বলবোই সেদিন
কী এমন হয়, দেখা না হলে
দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না
কে বলেছে যায় না, দেখো, দিব্যি যায়।
তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর
তাই বলে কি আর বেঁচে ছিলাম না
দিব্যি ছিলাম
ভেবেছি বলবো।
তুমি তো আসলে একটা কিছুই-না ধরনের কিছু
আমার আকাঙ্খা দিয়ে এঁকেছিলাম তোমাকে
আমার আকাঙ্খা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম
আমার আকাঙ্খা দিয়ে, তোমাকে অপ্রেমিকও করেছি।
তোমাকে না দেখে
লক্ষ বছরও বেঁচে থাকতে পারি
অপ্রেমিককে না ছুঁয়ে, অনন্তকাল।
একফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে
ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি
তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল
তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে।
আমাকে একা বলে ভেবোনা কখনো
তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে।
এক অপ্রেমিকের জন্য কবিতা আবৃত্তি লিরিক্স – মুনমুন
ei shohore tumi bas korbe
kaje okaje dourbe edik odik
kothao adda debe obosore.
mod khabe tumul hoicoi korbe
raat gumiye jabe tumi gumobena.