Ek Fota Rohomer Gojol Lyrics By Mahfuzul Alam From Kalarab
Ek Fota Rohomer Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Mahfuzul Alam. This Song Lyric And Tune was Created By Ahmod Abdullah.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Ek Fota Rohomer – এক ফোটা রহমের
Singer : Mahfuzul Alam
Lyric & Tune : Ahmod Abdullah
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Edit : Wali Ullah
Label : Mahfuzul Alam
Ek Fota Rohomer Gojol Lyrics In Bengali
এক ফোটা রহমের
ভিখারি আমি খোদা
তুমি ছাড়া কার কাছে
চাইবো বলো খোদা।
এক ফোটা রহমের
ভিখারি আমি খোদা
তুমি ছাড়া কার কাছে
চাইবো বলো খোদা।
অগণন সৃষ্টিতে করোনা বিলাও
প্রভু তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও
তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও।
ডেকেছি তোমায়
শুধু বিপদে
স্বার্থপর ছাড়া
আমি কিছু নই।
সুখেরই দিনে
ভুলেছি তোমায়
তবুও তুমি রহমে
ভরেছো হৃদয়।
ডেকেছি তোমায়
শুধু বিপদে
স্বার্থপর ছাড়া
আমি কিছু নই।
সুখেরই দিনে
ভুলেছি তোমায়
তবুও তুমি রহমে
ভরেছো হৃদয়।
তোমায় পথের ধুলো
মাখতে পারার টানে
আমাকে কাঁদাও।
প্রভু তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও
তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও।
জেনে না জেনে
পাপেরই পথে
চলি আমি প্রতিশোধ
নাও না তুমি।
তুমি ছাড়া আর
কে আছে আমার
যাকে পাই কাছাকাছি
দিবসও যামী।
জেনে না জেনে
পাপেরই পথে
চলি আমি প্রতিশোধ
নাও না তুমি।
তুমি ছাড়া আর
কে আছে আমার
যাকে পাই কাছাকাছি
দিবসও যামী।
তোমার মুহাব্বতের
নিপুণ রঙে তুমি
আমাকে সাঁজাও।
প্রভু তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও
তোমার রহম দিয়ে
আমাকে ভেজাও।
এক ফোটা রহমের গজলের লিরিক্স – মাহফুজুল আলম – কলরব
ek fota rohomer
vikhari ami khada
tumi chara karo kashe
chaibo bolo khada.
ek fota rohomer
vikhari ami khada
tumi chara karo kashe
chaibo bolo khada.