E Jibon Tomake Dilam Lyrics By Kumar Shanu And Mitali
E Jibon Tomake Dilam Lyrics Is Bangla Attotyag Movie Song. This Song Is Sung By Kumar Shanu And Mitali Mukherjee. Music Composed by Alauddin Ali. This Song Lyric was Created By Mohammad Rafiquzzaman.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: E Jibon Tomake Dilam – এ জীবন তোমাকে দিলাম
Singer: Kumar Shanu And Mitali Mukherjee
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Alauddin Ali
Category: Music Video
Starring: Racy & Sagor
Video Direction by: Mynul Hassan Khokon
Movie: Attotyag
Label: Anupam
E Jibon Tomake Dilam Song Lyrics In Bengali
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
সুখের চেয়েও সুখ,
তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
চোখ ভরে দেখেছি,
অন্তরে রেখেছি
আরও চাওয়া, আরও
পাওয়া রয়েছে বাকী
তোমাকে চেয়েছি,
তোমাকে পেয়েছি
মরন হলেও যেনো,
তোমারি থাকি
সুখের চেয়েও সুখ,
তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
জান বলে জেনেছি,
প্রান বলে মেনেছি
মন বলে তুমি যে,
তার চেয়ে দামী
তুমি ধরা দিয়েছ,
কাছে টেনে নিয়েছ
নতুন জীবন যেনো,
পেয়েছি আমি
সুখের চেয়েও সুখ,
তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে দিলাম লিরিক্স
A jibon tomake dilam bondhu
Tumi shudhu valobasa dio
Bondgu Tumi shudhu valobasa dio.
Sukher cheye shukh tumi ze amar
Priyo thekeo tumi beshi prio
Tumi shudhu valobasa dio.
A jibon tomake dilam bondhu
Tumi shudhu valobasa dio
Tumi shudhu valobasa dio.