Durpallar Gari Lyrics (দূরপাল্লার গাড়ি) Moontasir Rakib

Durpallar Gari Lyrics By Moontasir Rakib

Durpallar Gari Lyrics Is Bengali Song. This Song Is Sung By Moontasir Rakib. Music Composed By Moontasir Rakib. This Song Lyrics Created By Moontasir Rakib.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Durpallar Gari – দূরপাল্লার গাড়ি
Lyrics and Vocals : Moontasir Rakib
Guitars : Ektedar Sakin
Bass : Tahmid Rayan

Durpallar Gari Song Lyrics In Bengali

ঘুড়ি,সুতাকাটা ঘুড়ি
কেহ তবে দেখিয়েছে বড় বাহাদুরি
ছোট খাটো মানবের দল পিছু ছুটছে,
কোন বেটা ঘুড়ি কাটা হাতানোর ইচ্ছে।

পানি,নদী ভরা পানি
একি? দেখি কলশি হাতে কত রাণী
পানিভরা কলসি কোমরে বসাচ্ছে
এক রাণী বকছে, সব রাণী হাসছে।

ক্ষণিকন পর, যাত্রাটা স্থির,
মনে হয় ওই দূরে যানজট ভীর
থেমে থাকা বাধ্য রেলগাড়ি অবাধ্য
রেল গাড়ি থামানোর নেই মোর সাধ্য।

রেলঘাট পার, দেখা চায়ের টং
সবগুলো দেখে কিছু রমণীর ঢং
কেহ দেখি হাসছে, চায়ে কি ডুবাচ্ছে
এক রাণী কলেজের পড়াটা বুঝাচ্ছে।

ব্যাগভরা বই, যাচ্ছি যে বাড়ি
মনে মনে কতশত রঙ বাহাদুরি
শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট
যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।

গাড়ি চলে, ঘন্টা ধরে,
চোখ খুলে দেখি সুর্য হেলে পড়ে,
বেলাশেষে চন্দ্র, করেনি কো অন্ধ
পথ দেখা সোজা, লাগছে আনন্দ।

উড়ে, বাদুরেরা উড়ে
গাছের ঢাল ধরে উলটো ঝুলে
আহা কি নিস্তব্ধ এ কোন শহর
গাছের রাজত্বে নেই কোন বহর৷

খুব দ্রুত গাড়ি মোর ছুটছে
ড্রাইভার ঘুমহীন টিকা খেয়ে ভুগছে৷
ক্ষনিকর পর, কমে গেলো গতি
এই বুঝি হলো শেষ যাত্রা বিরতি।

কিছু দুর পর, দেখা যাবে বাড়ি
এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির
কিছু দুর পর, দেখা যাবে বাড়ি
এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির।

ব্যাগ ভরা বই, যাচ্ছি যে বাড়ি
মনে মনে কতশত রং বাহাদুরি
শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট
যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।

দূরপাল্লার গাড়ি লিরিক্স – মুনতাসির রাকিব

Ghuri, sutakata ghuri
Keho tobe dekhiyeche boro bahaduri
Choto khato manober dol pichu chutche
Kon beta ghuri kata hatanor icche.

Pani, nodi bhora pani
Eki dekhi kolshi haate koto rani
Panibhora kolsi komore bosacche
Ek rani bokche sob rani hasche.

Bag vora boi jacchi je bari
Mone mone kotoshoto rong bahaduri
Shirt er baam dike rekhechi tickit
Jatra ta boro durpallar garir.

Evabe Amar Mon Ta Ajo Pure Lyrics Shitom Ahmed

Leave a Comment