Dur Shohore Pore Achi Ma Gojol Lyrics By Rifat Rahman
Dur Shohore Pore Achi Ma Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Rifat Rahman. This Song Lyric And Tune was Created By Shamim Kaysar And Muhammad Badruzzaman.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Dur Shohore Pore Achi Ma – দূর শহরে পড়ে আছি মা
Singer: Rifat Rahman
Lyric: Shamim Kaysar
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Video Director: Abu Bakar Siddik
Label: Holy Tune
Dur Shohore Pore Achi Ma Gojol Lyrics In Bengali
জ্ঞান সাধনায় দূর শহরে পড়ে থাকি মা
তুমি হীনা সময় আমার শুধুই বেদনা
জ্ঞান সাধনায় দূর শহরে পড়ে থাকি মা
তুমি হীনা সময় আমার শুধুই বেদনা
তোমার স্মৃতির জোনাক জ্বলে
বুকেরও গহীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
ইচ্ছে করে উরে আসি
হয়ে উরাল পাখি
একটা পলক দেখি তোমায়
মা বলে আজ ডাকি
ইচ্ছে করে উরে আসি
হয়ে উরাল পাখি
একটা পলক দেখি তোমায়
মা বলে আজ ডাকি
তোমার কথা মনে হলে
তোমার কথা মনে হলে
বুকে উঠে চিন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
একলা আমার ঘুম আসে না
রাতে জেগে রই
তোমার স্মৃতির সাথে মাগো
কত কথা কই
অনুভবে আঁচলে মুখ মুছি প্রতিদিন
অনুভবে আঁচলে মুখ মুছি প্রতিদিন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পাঠে আমায় মন বসে না
তোমায় মনে পড়ে
নীল বেদনা দুচোখ হতে
অশ্রু হয়ে ঝড়ে
পাঠে আমায় মন বসে না
তোমায় মনে পড়ে
নীল বেদনা দুচোখ হতে
অশ্রু হয়ে ঝড়ে
ছুটির আশায় মাগো আমি
ছুটির আশায় মাগো আমি
গুনে কাটাই দিন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
পারছি না আর দিন ফুরাতে
মাগো তুমি হীন
দূর শহরে পড়ে আছি মা গজলের লিরিক্স – কলরব
Gen sadhonay dur shohore pore thaki maa
Tumi hina somoy amar sudhu bedona
Gen sadhonay dur shohore pore thaki maa
Tumi hina somoy amar sudhu bedona.
Tomar Smritir jonak jole
Buker o gohine
Parchi na Ar din furate
Mago Tumi hin.
Parchi na Ar din furate
Mago Tumi hin
Parchi na Ar din furate
Mago Tumi hin.