Dio Go Didar Gojol Lyrics By Sayed Ahmad From Kalarab
Dio Go Didar Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad. This Song Lyric And Tune was Created By Momtaj Khan And Sayed Ahmad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Dio Go Didar – দিওগো দিদার
Lyric: Momtaj Khan
Tune & Singer: Sayed Ahmad
Sound: Holy Tune
Vedio: Abu Bakar Siddik
Dio Go Didar Gojol Lyrics In Bengali
কেয়ামতে আল্লাহ তুমি দিওগো দিদার
চাইনা বেহেশ্ত তোমার কাছে
চাই করুনা তোমার
আমি যে পাপী বান্দা
চোখ থেকেও হলাম আন্ধা
দুনিয়ার ভার মাথায় লইয়া
তোমার কথা যাই ভুলিয়া
পুলছিরাতে আল্লাহ তুমি
করিওগো পার
পার এ পূন্যের হিসাব যদি করো
পাপের বোঝা হবে অনেক বড়
দয়াল তুমি দয়া করো
সকল গুনাহ ক্ষমা করো
করুনার ই সাগর তুমি
তোমার দয়ায় আছি আমি
এই দুনিয়ায় তুমি ছাড়া
কে আছে আমার
দিওগো দিদার গজলের লিরিক্স – সাঈদ আহমাদ কলরব
Keyamote allah tumi
dio go didar
china behosto tomar kashe
chi kuruna tomar.
ami je papi banda
chok thekeo holam andha
duniyar var mathai loiya.
tomar kotha jai vuliya
puchirate allah tumi
koriog par.