Dhono Dhanne Pushpe Vora Lyrics (ধন ধান্য পুষ্প ভরা) Antara Chowdhury

Dhono Dhanne Pushpe Vora Lyrics by Antara Chowdhury

Dhono Dhanne Pushpe Vora Lyrics Is Bangla Desher Supravat Album Song. This Song Is Sung By Antara Chowdhury. Music Composed by Amit Banerjee. This Song Lyric was Created By Traditional.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song – Dhono Dhanne Pushpe Vora
Album – Supravat
Singer – Antara Chowdhury and Kids
Composer – Amit Banerjee
lyrics – Traditional
Label – Atlantis Music

Dhono Dhanne Pushpe Vora Song Lyrics In Bengali

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।

চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।

এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।

ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা লিরিক্স

Dhono dhanno pushpe bhora amader ei boshundhora
Tahar majhe ache desh ek shokol desher shera
O shey shopno diye toiri se desh smriti diye ghera
Emon deshti kothao khuje pabe nako tumi
Sokol desher rani shey je, amar jonmobhumi
Se je aamar janmabhumi.

Chandra shurjo groho taara kothay ujol emon dhara
Kothay emon khaley toreet emon kalo meghe
O taar pakhir daake ghumiye pori pakhir daake jege.

Ato snigdho nadi kahar Kothaay emon dhumro pahar
Kothay emon horit-khetro akash toley meshe
Emon dhaner upor dheu khele jay baatash kahaar deshe.

Read More Lyrics

Leave a Comment