Dajjal Rukho Gojol Lyrics (দাজ্জাল রুখো) Sayed Ahmad | Kalarab
Dajjal Rukho Gojol Lyrics By Sayed Ahmad From Kalarab
Rukho Dajjal Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad & Others. This Song Lyric And Tune was Created By Sayed Ahmad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Rukho Dajjal – দাজ্জাল রুখো
Singer: Sayed Ahmad & Others
Lyric & Tune: Sayed Ahmad
Record Label: Holy Tune Studio
Video Director: Shahid Emtu
Label: Holy Tune
Rukho Dajjal Gojol Lyrics In Bengali
ঐ মাহাদির সৈন্যরা গর্জে ওঠো
শহিদি তামান্না বুকে নিয়ে
সুফিয়ানা মতবাদ রুখতে হলে
এখন থেকে থাকো তৈরি হয়ে (২)
আসবেই মহাকাল
রুখতে হবে দাজ্জাল (২)
যার একহাতে থাকবে জান্নাত
একহাতে থাকবে জাহান্নাম
মানুষকে বলবে ডেকে ডেকে
আমিই তো তোমাদের খোদা মহান (২)
যার দিলে থাকবে ঈমান
হবে না তো সে বেঈমান (২)
মুমিন বলবে ডেকে
ঈমান নিয়ে বুকে
নিশ্চিত তুই দাজ্জাল
আসবেই মহাকাল
রুখতে হবে দাজ্জাল (২)
আজ বিশ্বের চারিদিকে
মুমিন মরছে ধুকে
একটু কি দিলে দয়া হয় না
ওরে কাপুরুষ ঘরে বসে
ভাবছো হিসাব কশে
এখনো তো সময় হলো না (২)
মুমিনরা হয়ে যাবে মাজলুম
গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম
পদে পদে আসবে মসিবত
চারিদিকে পড়বে পাপের ধুম (২)
মুর্খরা গড়বে সমাজ,
উঠে যাবে এলেম ও লাজ (২)
আসছে কেয়ামত রুখতে মসিবত
হাকছে আজান বেলাল
আসবেই মহাকাল,
রুখতে হবে দাজ্জাল (৩)
দাজ্জাল রুখো গজলের লিরিক্স – সাঈদ আহমদ – কলরব
oi mahadir soinnora gorje utho
sohidi tamanna buke niye
sufiyana motbad rukkte hole
akhon theke thako tairi hoye.
oi mahadir soinnora gorje utho
sohidi tamanna buke niye
sufiyana motbad rukkte hole
akhon theke thako tairi hoye.
asbei mohakaal
rukhte hobe dajjal
asbei mohakaal
rukhte hobe dajjal.