Chute Parbe Na Lyrics (ছুঁতে পারবে না) Samz Vai

Chute Parbe Na Lyrics By Samz Vai

Chute Parbe Na Lyrics Is Bengali Song. This Song Is Sung By Samz Vai. Music Composed By Samz Vai. This Song Lyrics & Tune Created By Samz Vai.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song: Chute Parbe Na – ছুঁতে পারবে না
Vocal: Samz Vai
Lyrics, Tune & Music: Samz Vai

Chute Parbe Na Song Lyrics In Bengali

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না (২ বার)

যে হৃদয়ে আঘাত দিয়ে
পার হবে ভেবেছিলে
সে হৃদয়ের টান পুরাবে তোমায়
শেষ হবে তিলে, তিলে (২ বার)

আমি নিজের থেকে কিছু বলবো না
আমি ধরলাম বাজি
আমার অভাব পূরণ হবে না

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না

কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।

এ সময়, থাকে না বসে
কে হারায় বলো
আপন মানুষ বিনিময়ের আশে

সব দূরে যাওয়া ভালোর জন্য নয়
কিছু আলোর জন্য খানিক সময়
ধৈর্য থাকতে হয়

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না

কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।

সব দূরে যাওয়া ভালোর জন্য নয়
কিছু আলোর জন্য খানিক সময়
ধৈর্য থাকতে হয়

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না

কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।

ছুঁতে পারবে না গানের লিরিক্স

Ei amake chumte caile
chumte parabe na
Dura theke dekhe pure habe chai
asate parabe na
Kache elei ba ki labha habe ara
adhikara pabe na.

Ami badale gechi amara mato
tomara mato na
je hrdaye aghata diye
para habe bhebechile
Se hrdayera tana purabe tomaya
sesaa habe tile tile.

Ami nijera theke kichu balabo na
Ami dharalama baji
amara abhaba purana habe na.

Tomar O Sopone Ami Ken Nai Lyrics Samz Vai

Leave a Comment