Chhayapoth Lyrics (Reprise) (ছায়াপথ) Rishav Guha | Krish Bose

Chhayapoth Lyrics Reprise by Rishav Guha

Chhayapoth Lyrics Reprise Is Bangla Song. DOP : Krish Bose.  This Song Is Sung By Rishav Guha. Music Composed by Pijush Das. This Song Lyric was Created By Pijush Das.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Chhayapoth (Reprise)
Singer : Rishav Guha.
Music & Lyrics : Pijush Das.
Director : Krish Bose.
Recording Studio : Raja Narayan Deb’s Studio
Arrangement : Audio Monkz Studio (Srijit Ghosh)
Mix & Master : Debojit Sengupta
Producer : The Bong Media

Chhayapoth Reprise Song Lyrics In Bengali

কখন কিভাবে, পুরনো স্বভাবে
স্মৃতি পথে একা দাঁড়িয়ে,
পেয়েছি নতুন ঠিকানা
যা আমার অজানা,
দিগন্তে দু’হাত বাড়িয়ে।

জ্বলেনি রাতের জোনাকি
কবিতারা বাকি,
রয়ে গেছে মনের খেয়ালে
আর আমি খুঁজেছি আমায়
তবু কেন থামায়,
ভাবনারা নতুন সকালে।

তবুও জানিনা অকারণে,
কেন যে ভাঙে ঘুম, অভিমানে।

কেটে যায়, হেঁটে যায়
এ জীবন থামে না,
পিছু ডাক, কিছু তার আমরণ,
তবুও খুঁজে পায়, ছুটে যায়
ছুঁতে চায় ওই ছায়াপথ।

বেখেয়ালি, হেঁয়ালি ভুলে যায়
স্বপ্নেরা প্রতিবার হেরে যায়, ভেঙে যায়
তবুও খুঁজে পায়, ছুটে যায়
ছুঁতে চায় ওই ছায়াপথ, এ ছায়াপথ।

এ ছায়াপথ,এ ছায়াপথ
এ ছায়াপথ,এ ছায়াপথ।

ছায়াপথ লিরিক্স

Ekla akash thomke daray
Nijhum shohor taray taray
Dheke rakhe jonopoth aaloy aaloy
Katche jibon nirdidhay mondo bhaloy
Tobuo janina okarone
Keno je bhange ghum obhimane
Kete jaay hete jaay e nibon thame na
Pichu daak kichu taar amoron
Tobuo khuj paay chute jaay
Chutey chaay oi chayapoth

Maya Makha Lyrics (মায়া মাখা) A R Rabbi | Talash

Leave a Comment