Chele Tor Kokra Kokra Chule (ছেলে তোর কোকরা কোকরা চুলে) Sumi Shabnam

Chele Tor Kokra Kokra Chule mp3 download

Chele Tor Kokra Kokra Chule By Sumi Shabnam

Chele Tor Kokra Kokra Chule Lyrics Is Bangla Tiktok Viral Song. This Song Is Sung By Sumi Shabnam. This Song Music Composed By Sojib. This Song Lyrics And Tune was Created By MD. Akram Hossain.

Song Info
Song Name: Chele Tor Preme Porar Karon
Vocal: Sumi Shabnam
Lyricis & Tune: MD. Akram Hossain
Music: Sojib
Label: Sristy Multimedia

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Chele Tor Preme Porar Karon Lyrics In Bengali

ছেলে তোর কোকরা কোকরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে
তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে।

সেই দেউ খেলা দেখতে আমার ভাল্লাগে
সেই দেউ খেলা দেখতে আমার ভাল্লাগে।

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে।

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে।

আরে লাখ বেলকি চোখে মুখে
ছু মন্ত্র সু জাদুর কাঁটি
হাতে নিয়ে দিলাম তোরে ফু।

চান্দের বুরি থুর থুরিয়া
চরকা কাটে না আবাল তাবল
ভাব ধরিলে ফ্যাশন হয় না
বন্ধুরে তোর হাতে দরি
আমার মাথা খা বেলকি বাজি
ছাড়ান দিয়া ভালো হয়ে যা।

হাতে বালা গলায় মালা
কানে দিয়ে দুল
বুক খোলা শাট পরিয়া
পকেটে নেও ফুল।

মোরগের মাথার মতো
কাটিং মারো চুল
বন্ধু হে হে।

মেন হোলের ডাকনা মতো
হাতে পরো ঘড়ি
পকেটে থাকে না তোমার
কোন কানা কড়ি।

গলা ছিলা মুরগির মতো
গোপে মারো কাট
বন্ধু হে।

ছেলে তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
তোর প্রেমে পড়ার কারন

তোর শ্যামলা শ্যামলা বরন
অই শ্যামলা গালের কালো
দাড়ি ভাল লাগে
অই শ্যামলা গালের কালো
দাড়ি ভাল লাগে।

খুশি মতো চশমা পরে
এই দিক ওই দিক চাও
ভুল ভাবে মাঝে মাঝে
ইংলিশ গান গাও
মাইয়া দের ছবি লাগিয়া
ফেচবুক ও চালাও বন্ধু হে।

আরে বাপরেও হোটেলে খাইয়া
বাইক নাইয়া ঘুরো
সুন্দরী মাইয়া দেখিলে
মুসকি হাসি মারো
কুঁজো হয়ে হেটে ভাবো
লাগতাছে ফিটফাট বন্ধু হে।

ছেলে তোর নেশা নেশা চোখে
যে আগুন জ্বলে বুকে
ওই নেশা নেশা চোখে
যে আগুন জ্বলে বুকে।

সেই আগুনে পূরতে আমার ভাল লাগে
সেই আগুনে পুরতে আমার ভাল লাগে।

ছেলে তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে
তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে।

সেই ঢেউ খেলা দেখতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখতে আমার ভাল্লাগে।

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে।

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে।

ছেলে তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন।

তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
অই শ্যামলা গালের
কালো দাড়ি ভাল লাগে।

ছেলে তোর কোকরা কোকরা চুলে যেন সমুদ্র ঢেউ খেলে সে চুল দেখিতে

Chele tor prem e porar karon
Tor shamla shamla boron
tor prem e porar karon
Tor shamla shamla boron
oi shamla galer kalo dari valo lage.

Tor golap golap thoth
Jokhon birir dhowa uthe
Sei dhowa dekhite boro vallage
Chele tor preme porar karon
Tor shyamla shyamla boron
Tor preme porar karon.

Related keywords: Chele Tor Kokra Kokra Chule mp3 download, Chele Tor Preme Porar Karon Lyrics In Bengali, chele tor preme porar karon song, ছেলে তোর কোকরা কোকরা চুলে যেন সমুদ্র ঢেউ খেলে সে চুল দেখিতে, Chele Tor Kokra Kokra Chule lyrics, chele tor preme porar karon mp3 song, ছেলে তোর প্রেমে পড়ার কারন লিরিক্স, Vallage Chele Tor Preme Porar Karon,

Leave a Comment