Bondhure Lyrics (বন্ধুরে) Habib Wahid

Bondhure Lyrics By Habib Wahid

Bondhure Lyrics Is Bengali Song. This Song Is Sung By Habib wahid. Music Composed By Habib Wahid. This Song Lyrics Created By Suhrid Sufian.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Bondhure – বন্ধুরে
Artist : Habib wahid
Song Composed, Produced & Arranged by : Habib Wahid
Lyrics : Suhrid Sufian
Label : Habib Wahid

Bondhure Song Lyrics In Bengali

বন্ধুরে
মন ছুটেছে মনেরই পিছু
বোঝে না সে তুই ছাড়া কিছু
তোর ভিতরে আহা কি মায়া

বন্ধুরে
মন ছুটেছে মনেরই পিছু
বোঝে না সে তুই ছাড়া কিছু
তোর ভিতরে আহা কি মায়া

বন্ধুরে
ঢেউয়ে ঢেউয়ে বাড়ে শুধু জল
কিছুটা মোর সাথে চল
পড়বে পথে প্রেমেরই ছায়া

বুকেরই ভেতরে তোর
নামে জোয়াড় ওঠে
জমে অবুঝ কোলাহল

তোর হাসি দেখেছি
খুব ভালোবেসেছি
তুইও ভালোবাসি বল

আদরে আদরে ঐ মেঘে যাবো উড়ে
আরও কাছে এলে তুই
আমি দিশেহারা হয়ে তোকে ছাড়া
কখনও চাইনি কিছুই

ধীরে ধীরে মরেছি,ও মরেছি
আমি শুধু তোরই কারণে
তোকে ছাড়া এই জীবনটা ধোঁয়া

ভীরু ভীরু জ্যোস্নায় এ বুকে হায়
আমি পেতে চাই তোরই ছোঁয়া
তোরই ছোঁয়া

বন্ধুরে
মন ছুটেছে মনেরই পিছু
বোঝে না সে তুই ছাড়া কিছু
তোর ভিতরে আহা কি মায়া

ঢেউয়ে ঢেউয়ে বাড়ে শুধু জল
কিছুটা মোর সাথে চল
পড়বে পথে প্রেমেরই ছায়া

বন্ধুরে গানের লিরিক্স – হাবিব ওয়াহিদ

Bondhure
Mon chuteche moneri pichu
Bojhe na she tui chara kichu
Tor vitore aaha ki maya.

Bondhure
Mon chuteche moneri pichu
Bojhe na she tui chara kichu
Tor vitore aaha ki maya.

Bondhure
Dhewye dhewye bare sudhu jol
Kichu ta mor sathe chol
Porbe pothe premer ee chaya.

Buker ee vitore tor
naame joyar uthe
Jome obujh kolahol.

Neel Shari Lyrics Habib Wahid | Ferdous Wahid

Leave a Comment