Bondhu Bojhena Lyrics (বন্ধু বোঝেনা) Muhammad Milon

Bondhu Bojhena Lyrics By Muhammad Milon

Bondhu Bojhena Lyrics Is Bengali Song. This Song Is Sung By Muhammad Milon. Music Composed By MMP Rony. This Song Lyrics And Tune Created By Apon Khan.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song: Bondhu Bojhena – বন্ধু বোঝেনা
Singer: Muhammad Milon
Lyrics & Tune: Apon Khan
Music: MMP Rony
Cast: KM Niaz & Priyonti
Story & Direction: Raju Ahmmad
Label: Sangeeta

Bondhu Bojhena Song Lyrics In Bengali

মনের কথা বন্ধু বোঝে না
ও পোড়া মন
মনের কথা বন্ধু বোঝে না।

যার লাগিয়া পরাণ কান্দে
যার লাগিয়া পরাণ কান্দে
সে তো আমায় বোঝে না।

বন্ধু আমার সবই বোঝে
আমায় বোঝে না
বন্ধু আমার সবই বোঝে
আমায় বোঝে না।

বন্ধুয়ারে লইয়া আমি করি কল্পনা
তারে আমি বাসি ভালো বেশি অল্পনা
ঐ আমার বন্ধু বোঝে না।

যার লাগিয়া পরাণ পোড়ে রে
যার লাগিয়া পরাণ পোড়ে আমার
সে তো বোঝে না।

বন্ধু কালা দেইস না জ্বালা আমি
সইতে পারি না
বন্ধু কালা দেইস না জ্বালা আমি
সইতে পারি না।

মনের কথা বলবো একটা মানুষ
পাইলাম না
যারে আবার পাইলাম আমি
সে তো আমার হইলো না
সে আমায় বন্ধু ভাবে না।

তোর লাগিয়া বেশান্তরি রে
তোর লাগিয়া বেশান্তরি
তবু তোরে ভুলি না।

দিনের শেষে নীরে ফিরে পাখি
আমি ফিরি না
বন্ধুর প্রেমের এতো জ্বালা
আমি আগে বুঝি নাই।

বন্ধু আমার সবই বোঝে
আমায় বোঝে না
বন্ধুর প্রেমের এতো জ্বালা
আমি আগে জানি নাই।

বন্ধু আমার সবই বোঝে
আমায় বোঝে না
বন্ধুর প্রেমের এতো জ্বালা
আমি আগে জানি নাই।

বন্ধু বোঝেনা গানের লিরিক্স – মুহাম্মদ মিলন

moner kotha bondhu bojhena
o pora mon
moner kotha bondhu bojhena.

jar lageya poran kande
jar lageya poran kande
shey to amai bojhena.

Tor Karone Lyrics Milon | Nischup Bristy

Leave a Comment