Bolona Bolona Lyrics by Asif Akbar and Dithi Anwar
Bolona Bolona Lyrics Is Bangla Song. This Song Is Sung By Asif Akbar and Dithi Anwar. Music Composed by Jabed Ahmde Kislu. This Song Lyric & Tune was Created By Gazi Mazharul Anwar.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Bolona Bolona – বলোনা বলোনা
Singer: Asif Akbar & Dithi Anwar
Lyric: Gazi Mazharul Anwar
Tune & Music: Jabed Ahmde Kislu
Label: Soundtek
Bolona Bolona Song Lyrics In Bengali
বলোনা বলোনা,
তোমার দৃষ্টিতে আমি কেমন (২ বার)
হঠাৎ বৃষ্টি শেষে আঁধার পেরিয়ে এসে
ঝলমলে রোদ্দটা লাগে যেমন
তুমিও ঠিক আমার তেমন
বলোনা বলোনা,
তোমার দৃষ্টিতে আমি কেমন
হিমালয় চোরা থেকে
ঝরনা এঁকেবেঁকে
নদীতে মিশে যেতে চাই যেমন
তুমিও ঠিক আমার তেমন
বলোনা বলোনা,
তোমার দৃষ্টিতে আমি কেমন
স্বপ্ন আমাকে দোলায়
তোমাকে দেখলে মাটির পৃথিবী
স্বপ্নীল হয়ে যাই
দুঃখ আমাকে কাদায়
তোমাকে দেখলে অশ্রু আমার
তাজমহল হয়ে যায়
অনেক দিনের পরে
ঝর ঝর ঝর ঝরে
মরুতে বর্ষণ হয় যেমন
তুমিও ঠিক আমার তেমন
বলোনা বলোনা,
তোমার দৃষ্টিতে আমি কেমন
রংতুলি অসহায় তোমাকে দেখলে
মোনালিসার হাসি হয়ে যায়
কথা যদি শুরু হারায়
তোমাকে দেখলে
গালিবের গাজল হয়ে যায়
দারুন ঝড়ের রাতে
হাত রেখে দুটি হাতে
সুখের অনুভূতি লাগে যেমন
তুমিও ঠিক আমার তেমন
বলোনা বলোনা,
তোমার দৃষ্টিতে আমি কেমন (২ বার)
বলোনা বলোনা লিরিক্স – আসিফ আকবার
Bolona bolona
Tomar dristite ami kemon
Hothat bristi sheshe adhar periye ese
Jholmole roddota lage jemon
Tumio thik amar temon
Himaloy chora theke
Jhorna ekebeke
Nodite mishe jete chai jemon
Tumio thik amar temon.