Blocklist Bengali Poem (ব্লক লিস্ট) Munmun Mukherjee | Kobita

Blocklist Bengali Poem By Munmun Mukherjee

Blocklist Is Bengali Poem Recited by Munmun Mukherjee. This Poem Written by Debajyoti.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Poem Info
Poem: Blocklist
Writer: Debojyoti
Recitation By: Munmun Mukherjee

Blocklist Bengali Kobita

তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে
আমি সেভাবে চিনতাম না তোমায়
কয়েকটা ছবি দেখেছি
দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে

তারপর যখন প্রেমে পড়লাম,
তখন আমাদের দু’মাস চলছে বন্ধুত্বের।
যদি বোঝাতেই হয়-
গোটা পাঁচেক প্রোফাইল পিকচার,
গোটা দশ বারো কভার আর
প্রায় শ-খানেক পোস্ট।
এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন।

তুমি ছেড়ে গেছ যে কদিন হলো,
তারও একটা টাইমলাইন আছে।
গোটা তিনেক প্রোফাইল পিকচার,
গোটা ছয়েক কভার,
ধরে নাও গোটা পঞ্চাশেক পোস্ট।

কী অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের।
ছেড়ে যাওয়া, থেকে যাওয়ার টাইমলাইন,
সব কিরকম পাল্টে যায়়।
তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে যায়,
সেদিন থেকে কত লেখা লিখেছি;
কত পোস্ট শেয়ার করেছি,
তুমি হয়তো দেখোয়নি, বা দেখেছো হয়তো,
বন্ধুদের প্রোফাইল থেকে।

আচ্ছা, কখনো ভেবে দেখেছো
একসময় কত পরিচিত ছিলাম আমরা;
আর এখন আমরা চিনি না একে অপরকে।
এই সুবিধাটা ফেসবুক আমাদের দিলো।
যাকে ভুলতে চাই জোড় করে, তার অনিচ্ছায়
তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো,
ব্লক করে দিতে পারো।

তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা।
টাইমের সাথে সাথে টাইমলাইন পাল্টে যায়়।
কিন্তু ভেবে দেখেছো কি,
একসময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়
তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে
আর কোনোদিন কথা হবে না।

একটা বয়স পার করার পর যখন মনে পড়বে
পারবে খুঁজতে? পারবে আনব্লক করতে?
যখন লগ-ইন বা লগ-আউট করার ক্ষমতা, সামর্থ্য আর থাকবে না।
একটা বয়স মনে করার পর, মনে থাকবে আনব্লক করার কথা?

শুধু এইটুকু বলার ছিল তোমায়
ফেসবুক থাকবে তো চিরকাল
সময়ের সাথে সাথে আরও যুবক হবে
আমরা কিন্তু এই জগতেই আরও পুরনো হতে থাকবো।
তখন চাইলেও, ব্লকলিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পরবো না।

জীবন এরকমই
ছেড়ে যাও, যদি তুমি চাও
থেকে যাও, যদি তুমি চাও
ভুলে যাও, যদি তুমি চাও
মনে যদি থাকে, মনে থাকবে

জোড় করে মুছে দিলে, ফিরিয়ে আনা যায় না
একদিন সবাই পাশওয়ার্ড ভুলে যায়
তা জীবনের হোক, বা ফেসবুকের
তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না
সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়
ওটা রাখতে হয়।।

Leave a Comment