Bijoyer Dhoni Gojol Lyrics (বিজয়ের ধ্বনি) Kalarab Shilpigosthi

Bijoyer Dhoni Gojol Lyrics By Kalarab Shilpigosthi

Bijoyer Dhoni Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad, Imtiaz Masrur, Muhammad Badruzzaman & Yeasin Hayder. This Song Lyric And Tune was Created By Hossain Al Hafiz And Ahmod Abdullah.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Bijoyer Dhoni – বিজয়ের ধ্বনি
Singer : Imtiaz Masrur, Sayed Ahmad, Muhammad Badruzzaman & Yeasin Hayder
Lyric : Hossain Al Hafiz
Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Studio
Video Edit & Colour : Tawhid Jamil
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label: Holy Tune Studio

Bijoyer Dhoni Gojol Lyrics In Bengali

এ ধ্বনির সুর সু-মধুর
ইশকে নিলে দিল কিনারায়
হৃদয়ে সুকুন মিলে বাজলে
এ সুর দূর মিনারায়।

এ ধ্বনির সুর সু-মধুর
ইশকে নিলে দিল কিনারায়
হৃদয়ে সুকুন মিলে বাজলে
এ সুর দূর মিনারায়।

মুমিনের কলবে বাজে
মুমিনের কলবে বাজে
এ ধ্বনি লাখ লাখো বার ।

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার।

এ ধ্বনি বস্তা আমান
বাজে দূর মক্কা মিনায়
নিখিল এই তামান জাহান
মুমিনের সিনাই সিনাই।

এ ধ্বনি বস্তা আমান
বাজে দূর মক্কা মিনায়
নিখিল এই তামান জাহান
মুমিনের সিনাই সিনাই।

ঈমানের সুর ছড়াতে
ঈমানের সুর ছড়াতে
দিলে নূর নূর মাখবার ।

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

আকাশের চাঁদ সি তারায়
জমিনের পাড়ায় পাড়ায়
এ ধ্বনি যায় নামাযে
তাহাজ্জুদের অশ্রু ধারায়।

আকাশের চাঁদ সি তারায়
জমিনের পাড়ায় পাড়ায়
এ ধ্বনি যায় নামাযে
তাহাজ্জুদের অশ্রু ধারায় ।

এ ধ্বনি বিশ্বাসীদের
এ ধ্বনি বিশ্বাসীদের
খোদার ডাকে রাত জাগবার।

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

এ সুরের, সুর ধ্বনিতে
ভেঙে ঘুম অশুর পালায়
এ ধ্বনি দিল থেকে দিল
বিজয়ের মশাল জ্বালায় ।

এ সুরের, সুর ধ্বনিতে
ভেঙে ঘুম অশুর পালায়
এ ধ্বনি দিল থেকে দিল
বিজয়ের মশাল জ্বালায় ।

এ ধ্বনি বিভেদ ভুলে
এ ধ্বনি বিভেদ ভুলে
লক্ষ বুকে বুক রাখবার ।

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার
এ ধ্বনি আল্লাহু আকবার

বিজয়ের ধ্বনি গজলের লিরিক্স – কলরব

E Dhonir sur su-modhur
Ishke nile dil kinaray
Hridoye sukun mile bajle
E sur dur minaray.

Mominer kolbe baje
Mominer kolbe baje
E dhoni lakh lakho bar.

E dhoni Allahu Akbr
E dhoni Allahu Akbr
E dhoni Allahu Akbr
E dhoni Allahu Akbr.

E dhoni Allahu Akbr
E dhoni Allahu Akbr
E dhoni Allahu Akbr
E dhoni Allahu Akbr.

Jonmo Amar Nabir Juge Hole Kemon Hoto Lyrics Mohammad Iqbal Hossain

Leave a Comment