Bhulona Amay Lyrics By Avraal Sahir And Kona
Bhulona Amay Lyrics Is Bengali Bhulona Amay Drama Song. This Song Is Sung By Kona And Avraal Sahir. Music Composed By Avraal Sahir. This Song Lyrics And Tune Created By Ahmed Risvy And Avraal Sahir.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Bhulona Amay – ভুলোনা আমায়
Singer : Kona And Avraal Sahir
Lyrics : Ahmed Risvy
Tune & Music : Avraal Sahir
Drama : Bhulona Amay
Label : Sultan Entertainment
Bhulona Amay Song Lyrics In Bengali
তোমার হাওয়ায় উড়া চুল
কানে রঙিন দুল
মিষ্টি যত ভুল
ভালো লাগে আমায়
তোমার অবুঝ অভিমান
মায়ার পিছুটান
প্রিয় মৃদু গ্রাণ
ভালো লাগে আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২ বার)
তুমি আছো হৃদয়ে
সবটা জুড়ে
তোমার ছায়া আমায়
রাখে ঘিরে
যত আসুক বাঁধা
নামুক আঁধার
ছিন্ন হবে না প্রেম
তোমার আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২ বার)
জোসনার আচ্ছা যে
তোমারই আলোয়
হৃদয় জুড়ে নামে
সুখেরই প্রলয়
একটাই পৃথিবী
তুমি জীবন আমার
তোমার মত, প্রিয়
কেউ তো নেই আর
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২ বার)
ভুলোনা আমায় গানের লিরিক্স – আভরাল সাহির ও কণা
Tomar haoyay ura cul
Kane ragin dul
Misti joto bhul
Bhalo lage amay.
Tomar abuj aviman
Mayer pichutan
Priyo midu gran
Bhalo lage amar.
Aj thekei ami sudhu je tomar
Tui chara mon asahay
Pade theko chirodin
Bhulona amay.