Bhishon Bhalo Lage Lyrics (ভীষণ ভালো লাগে) Shiekh Sadi | Milana Momin

Bhishon Bhalo Lage Lyrics By Shiekh Sadi And Milana Momin

Bhishon Bhalo Lage Lyrics Is Bengali Song. This Song Is Sung By Milana Momin And Shiekh Sadi. Music Composed By Shahriar Alam Marcell. This Song Lyrics And Tune Created By Mehedi Hasan Limon And Shahriar Alam Marcell.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song: Bhishon Bhalo Lage – ভীষণ ভালো লাগে
Singer: Milana Momin And Shiekh Sadi
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Shahriar Alam Marcell
Guitar, Mandolin: Arnob Ul Islam
Mix/master: Studio DropBeat
Label: Milana Momin

Bhishon Bhalo Lage Song Lyrics In Bengali

যতই দেখি দেখতে তোমায়
ভিশন ভালো লাগে
মাঝে মাঝে হারিয়ে ফেলার
বুকে ভয় জাগে (২ বার)

তোমার ভাবনায়
কি দারুন যন্ত্রনায়
আমি থাকি বিভোর

তোমার মায়া কেমন জানি
কাঁটছে না যে ঘোর
কাঁটছে না যে ঘোর (২ বার)

দিবানিশি যাই কেটে যাই
তোমায় দেখার স্বাদ মেটে না
দুচোখ ভোরে দেখি তোমায়
তবু আমার মন ভরে না (২ বার)

তোমার ভাবনায়
কি দারুন যন্ত্রনায়
আমি থাকি বিভোর

তোমার মায়া কেমন জানি
কাঁটছে না যে ঘোর
কাঁটছে না যে ঘোর (২ বার)

কিযে ভালো লাগছে আমার
তুমি পাশে তাই
তোমার আমি হতে হতে
তোমায় মিশে যাই (২ বার)

তোমার ভাবনায়,
কি দারুন যন্ত্রনায়
আমি থাকি বিভোর

তোমার মায়া কেমন জানি
কাঁটছে না যে ঘোর
কাঁটছে না যে ঘোর (২ বার)

ভীষণ ভালো লাগে গানের লিরিক্স – শেখ সাদি ও মিলনা মমিন

Jotoi dekhi dekte tomay
Bhison bhalo lage
Majhe majhe hariye phelar
Buke bhoy jage.

Tomar bhabnay
Ki darun jantranay
Ami thaki bibhor
Tomar maya kemon jani
Kate na je ghor.

Dibanisi jai kete jai
Tomay dekhar shad mete na
Ducokh bhore dekhi tomay
Tabu amar mon bhore na.

Ki je bhalo lagche amar
Tumi pase tai
Tomar ami hote hote
Tomay mise jai.

Tomay Chowar Icche Lyrics Shiekh Sadi

Leave a Comment