Bhalobashi Bolte Chai Lyrics By Imran And Poni
Bhalobashi Bolte Chai Lyrics Is Bengali Cross Connection Drama Song. This Song Is Sung By Imran And Poni Chakma. Music Composed By Imran Mahmudul. This Song Lyrics And Tune Created By Snahashish Ghosh And Imran Mahmudul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Bhalobashi Bolte Chai – ভালোবাসি বলতে চাই
Singer: Imran And Poni Chakma
Lyrics: Snahashish Ghosh
Tune: Imran Mahmudul
Music programming & mix master : Imran Mahmudul
Additional Programming: Tonmay Mahabubul
Drama: Cross Connection
Script & Direction: Jakaria Showkhin
Cast: Afran Nisho, Sabila Nur & many
Label: CMV Music
Bhalobashi Bolte Chai Song Lyrics In Bengali
তোমার মিষ্টি হাসি দেখে
আমি এ ভবন ভুলে যাই
উড়বে চঞ্চল পরী হয়ে
আমি যেটা আনা হতে চাই।
এলোমেলো এই তোমাকে
আমি একটু গোছাতে চাই
তোমার যতো স্বপ্ন আছে
আমি তাতে রং মেশাতে চাই।
তোমার হাতটা ধরে
অচিন এক শহরে
প্রেম ছড়ানো ঘরে
গিয়ে তোমায়।
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই – ২বার
তুমি যানো তিলোত্তমা
হাতে গড়া এক প্রতিমা
ভরে না মন দেখে তোমাকে
চোখে চোখে আর কত কথা
ভাঙ্গ এবার ওই নীরবতা
ভালোবাসো যদি আমাকে
তোমার হাতটা ধরে
অচিন এক শহরে
প্রেম ছড়ানো ঘরে
গিয়ে তোমায়।
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই – ২বার
ভালোবাসি বলতে চাই গানের লিরিক্স
tomar miste hashi dekhe
ami a vubon vula jai
urbe chancol pori hayi
ami jeta ana hote chai.
halomalo ai tomake
ami aktu gochate chai
tomar joto shopono ashi
ami tate rong meshate chai.
tomar hatta dore
asoin ak sohire
prem corano ghore
gia tomai.