Bekar Lyrics (বেকার) Gogon Sakib

Bekar Lyrics By Gogon Sakib

Bekar Lyrics Is Bangla Sad Song. This Song Is Sung By Gogon Sakib. Music Composed by Ahmed Sajeeb. This Song Lyric and Tune was Created By Johurul Islam Joni & Gogon Sakib.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Bekar – বেকার
Starring By : GOGON SAKIB & Nil
Singer : Gogon Sakib
Lyrics : Johurul Islam Joni & Gogon Sakib
Tune : Gogon Sakib
Music & Mix Master : Ahmed Sajeeb
DOP & Drone : Mobarok Hossain
Edit & Poster : Mobarok Hossain
Production : Samsul Official
Label : Samsul Official

Bekar Song Lyrics In Bengali

অসুখ বাড়ছে, বাবার বাড়ছে
মায়ের দীর্ঘশ্বাস
জিন্দা মরা লাশ আমি
বেকার বিএ পাশ

অসুখ বাড়ছে, বাবার বাড়ছে
মায়ের দীর্ঘশ্বাস
জিন্দা মরা লাশ আমি
বেকার বিএ পাশ

ভাই বোন আর প্রেমিকার
কত শত আবদার
হিমশিম খাচ্ছি মেটাতে
আমি বারে বার

একটা চাকরি হলে
অভাব দূরে ঠেলে
হাসি ফোটাবো
আমি বড় ছেলে

একটা চাকরি হলে
অভাব দূরে ঠেলে
হাসি ফোটাবো
আমি বড় ছেলে

বেকার বলে আজ আমি অসহায়
বেকার বলে আজ নির্ঘুম রাত যায়
বেকার বলে আজ সে অন্যের বধু
বেকার বলে আজ কাঁদি একা শুধু

পায়ের চটি জানেরে রোজ
কতটা পথ হাঁটি
সার্টিফিকেট হাতে হয়ত
স্বপ্ন হবে মাটি

চাকরি জোটেনি বলে রে আজ
কেউ তো পাশে নাই
দিন শেষে চোখে মুখে
জুটলো পোড়া ছাই

চাতক পাখির মতো
বুকে নিয়ে ক্ষত
চাকরির আশায়
গুনছিরে দিন আমি অবিরত

চাতক পাখির মতো
বুকে নিয়ে ক্ষত
চাকরির আশায়
গুনছিরে দিন আমি অবিরত

কর্তা মামা হলে
চাকরিটা যেত মিলে
ইচ্ছে হয় সার্টিফিকেট
খাই রে আমি গিলে

কর্তা মামা হলে
চাকরিটা যেত মিলে
ইচ্ছে হয় সার্টিফিকেট
খাই রে আমি গিলে

বেকার গানের লিরিক্স – গগন সাকিব

osukh barche, babar barche
Mayer dirghoshas
Jinda mora lash ami
Bekar BA pash.

osukh barche, babar barche
Mayer dirghoshas
Jinda mora lash ami
Bekar BA pash.

Bhai bon r premiker
Koto soto abdar
Himshim khacchi metate
Ami bare bar.

Bhai bon r premiker
Koto soto abdar
Himshim khacchi metate
Ami bare bar.

Mrito Mukh Lyrics Gogon Sakib

Leave a Comment