Bangladesh Tomari Jonno Lyrics By Hridoy Khan
Bangladesh Tomari Jonno Lyrics Is Bengali Song. This Song Is Sung By Hridoy Khan. Music Composed By Hridoy Khan. This Song Lyrics And Tune Created By Kabir Bakul And Hridoy Khan.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Bangladesh Tomari Jonno – বাংলাদেশ তোমারি জন্য
Artist : Hridoy Khan
Lyrics: Kabir Bakul
Tune, Music, Mix and Master : Hridoy Khan
Guitars : Kazi Faisal Ahmed
Fluit : Kamrul Hasan
Bangladesh Tomari Jonno Song Lyrics In Bengali
আমার আছে বাহান্ন
আমার আছে একাত্তর
আমার আছে বাংলাদেশ
আমার আছে নবান্ন
আমার আছে মাটির সুর
আমার আছে বাংলাদেশ
আমার চোখে বিজয়ের-ই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি
হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য – ২ বার
হাওয়া এসে যায় ছুঁয়ে
ধানের-ই খেতে
মন চায় বারেবারে হারিয়ে যেতে
মেঠো বাউলের
চেনা গানে এই প্রানে
যে ছবি আছে আঁকা
আমার চোখে বিজয়ের-ই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি
হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য – ২ বার
দেখি চেয়ে অপরুপা আমারি দেশে
বহু পথ ঘুরে নদী সাগরে মেশে
ভোরেরো শিশির ছুঁয়ে ছুঁয়ে এই পায়ে
দেয় শুধু ভালোলাগা
আমার চোখে বিজয়ের-ই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি
হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য – ৪ বার
বাংলাদেশ তোমারি জন্য গানের লিরিক্স
Amar ache bahanno
Amar ache ekattor
Amar ache bangladesh.
Amar ache nobanno
Amar ache matir sur
Amar ache bangladesh.
Amar chokhe bijoyer-e sopno makha
Amar hate lal sobujer potaka.
Jonmechi ekhane ami
Hoyechi tai dhonno
Bangladesh tomar-e jonno x2