Babylon Lyrics (ব্যাবিলন) Rasel Ahmed | Condropith | Timir Yatri

Babylon Lyrics By Rasel Ahmed From Timir Yatri

Babylon Lyrics Is Bangla Timir Yatri Album Song. This Song Is Sung By Rasel Ahmed. This Song Lyric And Tune was Created By Kanai Nobokanto.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Babylon – ব্যাবিলন
Band Name : Condropith
Album : Timir Yatri
Lyrics & Tune : Kanai Nobokanto
Vocal : Rasel Ahmed
Guitar : Mahraj Shihab
Guitar : Riyad Uddin
Bass : Dipta Bhowmik
Drums : Shovon Mojumder
Band Manager : Samin Shahriar
DOP : Adnan Sarwar
On Camera : Rahman Ratul
Recording Studio : Apogee Production
Video Production : Adnan Sarwar Production
Marchandise Partner : Heavy Metal T shirt

Babylon Song Lyrics In Bengali

ব্যাবিলনে শুন্যে দান
আর চীনের মহাপ্রাচীর
আমি কিছু দেখে
আশ্চর্য হইনা
নিজেকে দেখে।

আমি স্থির আছি
আমি তোরই আছি
তোকে ভালোবেসে
আগের মতন।

চারিদিকে দেখি হায়
কিছু চেনা যায়না
শুধু চিনি আমার আমাকে।

চারিদিকে দেখি সব
কিছু চেনা যায় না
শুধু চিনি আমার এই আমাকে।

শুধু চিনি না আমি তোকে
কিছু বোঝা বড় দায়
চিনি অন্যরকম আমি আমাকে।

আমি স্থির আছি
আমি তোরই আছি
তোকে ভালোবেসে
আগের মতন।

শ্রাবনগগন মেঘে
ঘন মেঘে রোদ্দুরে
আঁখি মনে রূপরেখা তোর
আঁখি মনে রূপরেখা তোর।

অন্তরজুড়ে আজ তোর ধ্যান
ভাল্লাগেনা মিছে ঘ্যান ঘ্যান
নতুনের রোদে হবে সূর্যস্নান
অচলের পথ চলা তোরই কারণ।

আমি স্থির আছি
আমি তোরই আছি
তোকে ভালোবেসে
আগের মতন।

ব্যাবিলন লিরিক্স – চন্দ্রপীঠ ব্যান্ড

Babylon e shunne daan
Aar chiner mohaprachir
Ami kichu dekhe
ashcharjo hoi na
Nijeke dekhe.

Ami sthir achi
ami tori achi
Toke valobeshe
ager moton.

Charidike dekhi haay
Kichu chena jaay na
Shudhu chini amar amake.

Charidike dekhi sob
Kichu chena jay na
Shudhu chini na ami toke.

Kichu bojha boro daay
Chini onnorokom ami amake.

Bhalobashi Bolte Chai Lyrics Imran | Poni

Leave a Comment