Assalam Sahaba Gojol Lyrics By Kalarab
Assalam Sahaba Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Tahsinul Islam, Shamim Arman, Ahnaf Khalid, Fazle Elahi Sakib, Nasrullah & Atik Hasan. This Song Lyric And Tune was Created By Jafor Ahmad Rabi And Sayed Ahmad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Assalam Sahaba – আসসালাম সাহাবা
Singer : Tahsinul Islam, Shamim Arman, Ahnaf Khalid, Fazle Elahi Sakib, Nasrullah & Atik Hasan
Lyric : Jafor Ahmad Rabi
Tune : Sayed Ahmad
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Taher
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label : Holy Tune
Assalam Sahaba Gojol Lyrics In Bengali
দ্বীন কায়েমের উচু নিশানে
রয়েছে যাদের নাম লেখা
দ্বীন কায়েমের উচু নিশানে
রয়েছে যাদের নাম লেখা।
ধন্য হলো যারা নবী পরশে
ধন্য হলো যারা নবী পরশে
সেই হলো সাহাবা।
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা।
খন্দকে খায় বাড়ে উহুদে বদরে
সেই রক্তের ঘ্রাণ আজও হায়
রোজেলা ফুরাতীর ঝিলামের প্রান্তে
ঢেউ দোলে আজও লাল দরিয়ায়।
খন্দকে খায় বাড়ে উহুদে বদরে
সেই রক্তের ঘ্রাণ আজও হায়
রোজেলা ফুরাতীর ঝিলামের প্রান্তে
ঢেউ দোলে আজও লাল দরিয়ায়।
প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা
প্রতিটি ধূলিকণা থেকে যায় সোনা
তোমাতে দেয় তারা মারহাবা।
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম।
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা।
যুগে যুগে ইসলাম উত্থান-পতনে
কত যে রক্তস্রোতে ভেসেছে
কারবালা রঞ্জিত হোসেনের রক্তে
কত তীর তালহা বিধেছে।
যুগে যুগে ইসলাম উত্থান-পতনে
কত যে রক্তস্রোতে ভেসেছে
কারবালা রঞ্জিত হোসেনের রক্তে
কত তীর তালহা বিধেছে।
ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ
ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ
ধন্য রাসুলের সাহাবা।
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম
আসসালাম আসসালাম
আসসালম আসসালাম।
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা
আসসালাম সাহাবা।
আসসালাম সাহাবা গজলের লিরিক্স – কলরব
Din kayemer uchu nishane
Royeche jader nam lekha
Din kayemer uchu nishane
Royeche jader nam lekha.
Dhonno holo jara nobi poroshe
Dhonno holo jara nobi poroshe
Sei holo sahaba.
Assalam Assalam
Assalam Assalam
Assalam Sahaba
Assalam Sahaba.