Antal Mawla Gojol Lyrics (আনতাল মাওলা) Abu Rayhan

Antal Mawla Gojol Lyrics By Abu Rayhan

Antal Mawla Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Abu Rayhan. This Song Lyric Was Created By Tareq Al Mahdi. This Song Tune Was Created By H Ahmed.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Antal Mawla Gojol mp3 download

Song Info
Title : Antal Mawla – আনতাল মাওলা
Singer : Abu Rayhan
Lyric : Tareq Al Mahdi
Tune : H Ahmed
Sound Design : Tanjim Reza
Record Label : Tarana
GFX: Saad Al Amin
Story & Direction: H Al Haadi

Antal Mawla Gojol Lyrics In Bengali

হৃদয়ের ডালে ডালে পাপের বাসা
আবিলতা ঘেরা চারপাশ
নফসের রোগব্যাধি ভয়াল রূপে
করে যায় আঁধারের চাষ।

গুনাহর ক্ষত যত করে দাও সাফ
রাঙাও এ হৃদয়ের তীর
আনতাল মাওলা আনতাল বাছির
নি’মাল মাওলা নি’মান নাছির

গুনাহের বোঝা বয়ে চলি দিনরাত
চাই প্রভু তব হিদায়াত
খুঁজে পাই হে প্রভু মহীমা তোমার
আকাশের বিশালতায়

করতে শোকর সেই অশেষ নিয়ামার
সিজদাতে অবনত শির
নসীব করো মোরে শীতল আবাস
অসীম প্রেমের ছায়ানীড়

তোমার কৃপায় বাঁচি ফিরে পাই প্রাণ
ঘুরিফিরি নিখিল এ ধরায়
খুঁজে পাই হে প্রভু মহীমা তোমার
আকাশের বিশালতায়

করতে শোকর সেই অশেষ নিয়ামার
সিজদাতে অবনত শির

আনতাল মাওলা গজল লিরিক্স

hirdoyer dale dale paper basha
abilota ghera charpas
nofser roogbedhi voiyal rupe
kore jai adharer chas.

gunaher khoto joto kore dao saf
ragawo a hirdoyer tir
antal mawla antal bashir
nimal mawla nimal nasir.

Nijeke Bodlate Hobe Lyrics Kalarab

Leave a Comment