Ami Ekta Tui Chai Poem Lyrics (আমি একটা তুই চাই) Munmun Mukherjee

Ami Ekta Tui Chai Poem Lyrics By Munmun Mukherjee

Ami Ekta Tui Chai Lyrics Is  Bengali Poem. Recited by Munmun Mukherjee. Music Composed By Santanu Banerjee.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Poem Info
Poem Name : Ami Ekta Tui Chai – আমি একটা তুই চাই
Recited by : Munmun Mukherjee
Music Arranged by : Santanu Banerjee
Kayboard : Debasish
Recrding & Mixing : Kaushik Som
Violin : Ayan
Assist : Bilwatosh, Shiladitya
Camera : Nilanjan
Edit : Soumyadip
Label: Munmun Mukherjee

Ami Ekta Tui Chai Kobita In Bengali

আমি একটা তুই চাই
একটা সত্যিকারের তুই চাই
যে জানবে আমার পুরো ভিতরটা

জানবে আমার লুকানো সব দোষ
আমার বদমাইশি, আমার নোংরামি
আমার কলঙ্ক।

যে নিজে থেকে আমার ভুলগুলোর
অংশীদার হবে
আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে
নিজের খাতার প্রথম পাতায়।

আমি এমন একটি তুই চাই
যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব
আমার সব অনিয়ম,আমার অপারগতা
আমার বদভ্যাস, আমার উশৃঙ্খলতা।

আমি পিঠ চাপড়ে তার
কাঁধে তুলে দেব আমার
অসহায়ত্বের ঝুলি
আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট
আমার দুশ্চিন্তা, আমার হতাশা।

সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে
সে বাধবে মস্ত বড় এক বস্তা
তারপর কুলির মতো
মাথায় করে বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ

আর হাসতে হাসতে বলবে
ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি
এই বোঝা
তারপর

ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে অসীম
সমুদ্র পর্যন্ত
সাগর পাড়ে এসে

প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা
ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে
আমার সব অভিশাপের ঝুলি।

আমি ঠিক এরকম একটা তুই চাই
যে কোনদিন তুমি বা আপনি গুলোর মাঝে
হারিয়ে যাবে না
আমি একটা তুই চাই।

আমি একটা তুই চাই কবিতা আবৃত্তি লিরিক্স – মুনমুন মুখার্জী

Ami ekta tui chai
Ekta sottikarer tui chai
Je janbe amar puro vitor ta.

Janbe amar lukono sob dosh
Amar bodmaishi amar nongrami
Amar kolonko.

Je nije theke amar bhulgulor
Angshidar hobe.

Manush Boro Ovimani Poem Lyrics Munmun

Leave a Comment