Ami Dekhini Tomay Gojol Lyrics By Kalarab Shilpigosthi
Ami Dekhini Tomay Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Huasin Adnan, Mahfuzul Alam, Hasan Mahdi, Fakhrul Haque and Others. This Song Lyric & Tune was Created By Jafar Ahmad Rabi And Sayed Ahamd.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Ami Dekhini Tomay – আমি দেখিনি তোমায়
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Huasin Adnan, Mahfuzul Alam, Hasan Mahdi, Fakhrul Haque and Others
Lyric: Jafar Ahmad Rabi
Tune: Sayed Ahamd
Music Direction: Muhammad Badruzzaman
Sound Design: Joynul Abedin Ekatto
Recordist: Mahfuzul Alam
Record Label: Holy Tune Studio
Ami Dekhini Tomay Gojol Lyrics In Bengali
আমি দেখিনি তোমায়
চোখের তারাই
তবুও তোমায় ভালবেসেছি – ২বার
মনের এই ক্যানভাসে
তোমার তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি – ২বার
আমি দেখিনি তোমায়
চোখের তারাই
তবুও তোমায় ভালবেসেছি।
উহুদের ময়দানে রক্ত ঝরালে
দিন কায়েমের জন্য
পাথর বুকে ফোটালে ফুল
মনুষ্য জাতি ছিলো শূন্য – ২বার
শত জালাতন
সয়েছো তুমি সেই
কাহিনি শুনে কেদেছি – ২বার
মনের এই ক্যানভাসে
তোমার তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি – ২বার
দারে দারে ঘুরে খোদার বাণী
পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমাই তায়েফবাসী
করলো যে শুধু আঘাত – ২বার
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি – ২বার
মনের এই ক্যানভাসে
তোমার তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে
তোমার তোমার ছবি ভাসে
তোমার প্রেমের মালা গেথেছি
আমি দেখিনি তোমায়
চোখের তারাই
তবুও তোমায় ভালবেসেছি – ২বার
আমি দেখিনি তোমায় চোখের তারাই গজল লিরিক্স
ami dhekni tomay
chokher taray
tobuo tomay balobashi x2
moner ai kanvase
tomar tomar chobi vase
tomar preme jano poreche x2