
Amar Sonar Moyna Pakhi 2 Lyrics By Samz Vai
Amar Sonar Moyna Pakhi 2 Lyrics Is Bengali Song. This Song Is Sung By Samz Vai. Music Composed by Rohan Raj. This Song Lyric & Tune was Created By Rohan Raj.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Amar Sonar Moyna Pakhi 2
Singer: Samz Vai
Lyrics: Rohan Raj
Tune: Rohan Raj
Music: Rohan Raj
Label: Sristy Multimedia
Amar Sonar Moyna Pakhi 2 Song Lyrics In Bengali
আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা
ভাসায় দুটি আঁখি (২ বার)
প্রবাস জীবন কষ্ট ভিশন
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়
ধরপর করে বুক (২ বার)
দুখের পরে সুখ আসবে
সেই আশাতে থাকি
আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা
ভাসায় দুটি আঁখি
আলতা, চুরি চাই না কিছুই
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে
ফিরা আসেন বাড়ি (২ বার)
ঋণের বুঝা মাথায় নিয়া
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই
ফিরা আইসেন দেশে (২ বার)
দুখের পরে সুখ আসবে
সেই আশাতে থাকি
আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা
ভাসায় দুটি আঁখি
আপনার মুখটা না দেখিলে
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে
পাড়ি না যে খাইতে (২ বার)
মাঝে মধ্যেই ইচ্ছে করে
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)
দুখের পরে সুখ আসবে
সেই আশাতে থাকি
আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা
ভাসায় দুটি আঁখি
আমার সোনার ময়না পাখি ২ লিরিক্স
Amar sonar moyna pakhi re
Amar jonno kainda kinda
Bhasay duti akhi
Probas jibon kosto bhisan
Mone bytha khub
Sona pakhir jonno soday
Dharpor kore buk
Dukher pore sukh asbe
Sei asate thaki
Alta, curi cai na kichui
Cai na dami sari
Ar thykaen na dure probasa
Phira asen bari
Riner bujha mathay niya
Giyachen probase
Dena paona ses hoilei
Phira aisen dese.