Akashe Onek Tarar Vire Lyrics By Atif Ahmed Niloy
Akashe Onek Tarar Vire Lyrics Is Bengali Song. This Song Is Sung By Atif Ahmed Niloy. Music Composed By Rahat Hossen. This Song Lyrics And Tune Created By Rakib Emran.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Akashe Onek Tarar Vire – আকাশে অনেক তারার ভিড়ে
Singer : Atif Ahmed Niloy
Lyrics & Tune : Rakib Emran
Music : Rahat Hossen
Akashe Onek Tarar Vire Song Lyrics In Bengali
আকাশে অনেক তারার ভিড়ে
আমি তোরে খুইজা পাইলাম নারে
আবেদন খোদার দরবারে
আখিরাতে পাই যেনো তোরে – ২ বার
আখিরাতে পাই যেনো তোরে
আমার কলিজাটা পোড়া
আমি একটা জেন্ত মরা
কি করে বাইচা থাকি
আমি তোরে ছাড়া
কলিজাটা পোড়া
আমি একটা জেন্ত মরা
কি করে বাইছা থাকি
আমি তোরে ছাড়া
পাগল হইয়া পইড়া থাকি
তোর সমাধিতে
চোখের জলে দোয়া করি
প্রতি মুনাজাতে – ২ বার
আমার কলিজাটা পোড়া
আমি একটা জেন্ত মরা
কি করে বাইচা থাকি
আমি তোরে ছাড়া
কলিজাটা পোড়া
আমি একটা জেন্ত মরা
কি করে বাইছা থাকি
আমি তোরে ছাড়া
দুঃখ গুলো পুইষা বুকে
মুখে হাইসা যাই
তোর কাছে কবে যাব
প্রহর গনি তাই – ২ বার
আমার কলিজাটা পোড়া
আমি একটা জেন্ত মরা
কি করে বাইচা থাকি
আমি তোরে ছাড়া
কলিজাটা পোড়া
আমি একটা জেন্ত মরা
কি করে বাইছা থাকি
আমি তোরে ছাড়া
কি করে বাইচা থাকি
আমি তোরে ছাড়া – ৩ বার
আকাশে অনেক তারার ভিড়ে লিরিক্স
Akashe onek tarar vire
Ami tore khuija pailam nare
Abedon khodar dorbare
Akhirate pai jeno tore.
Amar kolijata pora
Ami ekta jento mora
Ki kore baicha thaki
Ami tore chara.
Pagol hoiya poira thaki
Tor somadhite
Chokher jole dowa kori
Proti munajate.