
Aaynate Lyrics by Anupam Roy from Tonic Bengali Movie
Aaynate Lyrics Is Tonic Bengali Movie Song. This Song Is Sung By Anupam Roy. Music Composed by Jeet Gannguli. This Song Lyric was Created By Prosen And Avijit Sen.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Aaynate
Singer : Anupam Roy
Lyrics : Prosen And Avijit Sen
Music Director : Jeet Gannguli
Mixed And Mastered by : Roop Mahanta
Programming And Mixed by : Roop Mahanta
Director : Avijit Sen
Co producer : Dev
Music on : Zee Music Company
Aaynate Song Lyrics In Bengali
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
বদলে দে, বদলে দে তুই আমায় যেমন তেমন
স্বাধীন হবো তোরই সাথে,
বদলে নে, বদলে নে তুই আমায় নিজের মতন
বাঁধন হারা তোরই সাথে।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
ও বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
কাছে দূরেতে থাক, তাও আমাকে রাখ
আমার চাওয়া শুধু এই,
কালকে কি হবে তা, আমরা কেউ জানি না
আজ বাঁচি মন ভরিয়েই।
বদলে দে, বদলে দে তুই আমায় যেমন তেমন
স্বাধীন হবো তোরই সাথে,
বদলে নে, বদলে নে তুই আমায় নিজের মতন
বাঁধন হারা তোরই সাথে।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
আয়নাতে লিরিক্স – অনুপম রায়
Aynate ami nijeke ekhono
Athero unish vabi
Baynate amar lukono purono
Harano moner chabi
Bodle dey bodle dey
Tui amay jemon temon
Swadhin hobo tori sathe
Bodle ney bodle ney
Tu amay nijer moton
Badhon hara tori sathe
Kache durete thak taao amake rakh
Amar chaowa shudhu ei
Kalke ki hobe taa amra keu jani na
Aaj banchi mon bhoriyei