Tomay Chute Chai Lyrics (তোমায় ছুঁতে চাই) Avraal Sahir | Rupa
Tomay Chute Chai Lyrics By Avraal Sahir And Rupa From Modhu Singh Natok
Tomay Chute Chai Lyrics Is Bangla Modhu Singh Natok Song.Starring: Apurba - Mehazabien.This Song Is Sung By Avraal Sahir And Rupa.This Song Lyrics Created By M A Alam Shuvo.
Song Info
Song : Tomay Chute Chai (তোমায় ছুঁতে চাই)
Singer : Avraal Sahir & Rupa Rozarin
Lyric : M A Alam Shuvo
Tune & Music : Avraal Sahir
Drama : Modhu Singh
Director : Mohidul Mohim
Label : Avraal Sahir
Tomay Chute Chai Song Lyrics In Bangla
আলো ছায়ার আড়ালে
তুমি হাত বাড়ালে
ইশারায় ছুঁয়ে গেলে আমার মন,
শিশির ভেজা সকালে
কাছে এসে দাঁড়ালে,
ভালোবেসে রাঙালে এ ভুবন।
ছোঁয়াচে মন যখন তখন
তোমার মাঝে ডুব,
নীলচে খামে তোমার নামে
বাসবো ভালো খুব।
আমি স্বপ্ন হয়ে
তোমায় ছুঁতে চাই
সত্য মিথ্যে জানিনা
তোমাকে চাই।
তোমার নামে গল্পরা
তুমি ছাড়া মনমরা
কবে পাবো আপন
করে তোমায়,
কল্পনার শহর জুড়ে না
বলা কথা উড়ে
পথ চেয়ে থাকি
তোমার আশায়।
আনমনে গভীরে
আমিও ধীরে ধীরে
তোমাতে নিমিষে হারায়।
আমি স্বপ্ন হয়ে
তোমায় ছুঁতে চাই
সত্য মিথ্যে জানিনা
তোমাকে চাই।
তোমায় ছুঁতে চাই লিরিক্স
alo chayar arale
tumi hat barale
isharay chuye gele amar mon
shishir bheja sokale
kache eshye darale
bhalobeshe rangale e bhubon.
0 Comments