Kosto Gulo Lyrics (কষ্ট গুলো) Abir Biswas | Reprise Version
Kosto Gulo Lyrics By Abir Biswas
Kosto Gulo Mp3 Lyrics Is Bangla Sad Song.This Song Is Sung By Abir Biswas.This Song Lyrics Created by Sourav Goswami.
Song Info
Song : Kosto Gulo
Singer : Abir Biswas
Music : Abir Biswas
Lyrics : Sourav Goswami
Guitar: Tapash Roy
Programming, Mix and Master : Abir Biswas
Label : KMJ Music Series
Kosto Gulo Lyrics In Bengali
কষ্ট গুলো জমে আছে
মনের গভীর কোণে,
তারে যত্ন করে রেখেছিলাম
আমার এই মনে
তার নানান রঙের বায়নাতে
কাটতো যে দিন গুলো,
সেই দিন গুলো আজ একলা
বসে কাঁদেরে গোপনে।
কষ্ট গুলো জমে আছে
মনের গভীর কোণে,
তারে যত্ন করে রেখেছিলাম
আমার এই মনে
তার নানান রঙের বায়নাতে
কাটতো যে দিন গুলো,
সেই দিন গুলো আজ একলা
বসে কাঁদেরে গোপনে।
রাত্রি গুলো কাটছে একা
চোখের জলে সপ্ন দেখা,
খুজে ফিরি তারেই স্মৃতি
আজও পোড়া জীবনে।
কষ্ট গুলো জমে আছে
মনের গভীর কোণে,
তারে যত্ন করে রেখেছিলাম
আমার এই মনে
তার নানান রঙের বায়নাতে
কাটতো যে দিন গুলো,
সেই দিন গুলো আজ একলা
বসে কাঁদেরে গোপনে।
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
হরিয়ে যাবো অনেক দূরে,
নতুন করে বাঁধবো বাঁধন
থাকবো সুখে কুঁড়ে ঘরে
বাসবো ভালো সারা জীবন
কথা তুমি দিয়েছিলে
কেন এমন ব্যাথা দিয়ে
আমায় তুমি কাঁদিয়ে গেলে?
ও ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
হরিয়ে যাবো অনেক দূরে,
নতুন করে বাঁধবো বাঁধন
থাকবো সুখে কুঁড়ে ঘরে
বাসবো ভালো সারা জীবন
কথা তুমি দিয়েছিলে
কেন এমন ব্যাথা দিয়ে
আমায় তুমি কাঁদিয়ে গেলে?
দুঃখ গুলো জমে আছে
মনেরই গোপনে,
জানি ফিরবেনা সে আর
কোনদিন আমার এ জীবনে
সে ছেড়ে গেছে যাওয়ার আগে
যায়নি কিছুই বলে,
তবু কেনো রে মন তারই আশায়
আজও রে দিন গোনে?
রাত্রি গুলো কাটছে একা
চোখের জলে সপ্ন দেখা,
খুজে ফিরি তারেই স্মৃতি
আজও পোড়া জীবনে।
কষ্ট গুলো জমে আছে
মনের গভীর কোণে,
তারে যত্ন করে রেখেছিলাম
আমার এই মনে
তার নানান রঙের বায়নাতে
কাটতো যে দিন গুলো,
সেই দিন গুলো আজ একলা বসে
কাঁদেরে গোপনে।
রাত্রি গুলো কাটছে একা
চোখের জলে সপ্ন দেখা,
খুজে ফিরি তারেই স্মৃতি
আজও পোড়া জীবনে।
কষ্ট গুলো জমে আছে
মনের গভীর কোণে,
তারে যত্ন করে রেখেছিলাম
আমার এই মনে
তার নানান রঙের বায়নাতে
কাটতো যে দিন গুলো,
সেই দিন গুলো আজ একলা বসে
কাঁদে রে গোপনে।
কষ্ট গুলো লিরিক্স - আবির বিশ্বাস
kosto gulo jome ache
moner gobhir kone
tare jotno kore rekhechilam
amar ai mone
tar nanan ronger bynate
katto je din gulo
sei din gulo aj ekla
boshe kade re gopone.
0 Comments