Kuashar Chadore Lyrics (কুয়াশার চাদরে) Saif Zohan | R Joy

Kuashar Chadore Lyrics In Bengali
Kuashar Chadore Lyrics By Saif Zohan
কুয়াশার চাদরে তোর আদরে
মিশে যাই পথ হারাই
তোর বানানোর রং চায়ে
আমি পথ হারা পথিক চুমুক দেই
জল রং মিশিয়ে মন ক্যানভাসে
সহজ সূএ আকি
আর ডুবে যাই আবার হারাই
কুয়াশার চাদরে।
আর ডুবে যাই আবার হারাই
কুয়াশার চাদরে।
আমি বুঝিনা এ কি কুয়াশা
নাকি মন পোড়ানো আগুনের ধোয়া
আমি খুজিনা তোর হাসি দেখে
শিশির ভেজা ঘাসেরা আজো নোয়া।
আমি বুঝিনা এ কি কুয়াশা
নাকি মন পোড়ানো আগুনের ধোয়া
আমি খুজিনা তোর হাসি দেখে
শিশির ভেজা ঘাসেরা আজো নোয়া।
শিতের সন্ধে রাতে পুরোনো ঘা তে
ছুয়ে যাই কিচ্ছু নাই
এই আধ খাওয়া সিগারেটে
আমি দিক হারা পথিক টান দেই
আর দুঃখ মেশানো জল দেয়ালে
হাত ডুবিয়ে রাখি।
আর ক্ষয়ে যাই আবার লুকাই
কুয়াশার চাদরে।
আর ক্ষয়ে যাই আবার লুকাই
কুয়াশার চাদরে।
আমি দেখিনা মেঘে ঢাকা তারা
মৃত মানুষেরা যেখানে আছে ভরা
আমি জানিনা তাদের ঠিকানা
কোথায় গেলে বাদের যাবে ধরা।
আমি দেখিনা মেঘে ঢাকা তারা
মৃত মানুষেরা যেখানে আছে ভরা
আমি জানিনা তাদের ঠিকানা
কোথায় গেলে বাদের যাবে ধরা।
মৃত হৃদয় টাকে জাপ্টে ধরে
কেদে যাই কিচ্ছু নাই,
মোমবাতি নেভানো অন্ধকারে
আমি মন হারা শরীর খুজে ফিরি
আর শরীর হারা সেই মনেতে
দুঃখ চেপে রাখি।
আর মিশে যাই আবার হারাই
কুয়াশার চাদরে।
আর মিশে যাই আবার হারাই
কুয়াশার চাদরে।
0 Comments