Bishonno Proshno Lyrics (বিষন্ন প্রশ্ন) Gojol | Shafin Ahmed

Bishonno Proshno Lyrics By Shafin Ahmed
Bishonno Proshno Lyrics Is Bangla Islamic Song.This Song Is Sung By Shafin Ahmed.This Song Lyrics Created by Hossain Noor.
Song Info
Song : Bishonno Proshno
Singer : Shafin Ahmad
Lyric : Hossain Noor
Tune : Abu Rayhan
Record Label : Holy Tune Studio
Recordist : Mahfuj Alam
Sound Design : Shehzaad
Video Director : H Al Haadi
Label : Holy Tune
Bishonno Proshno Lyrics In Bengali
এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায়
কি জন্য ভবে এসেছি।
এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায়
কি জন্য ভবে এসেছি।
কিসের পিছে হায় ঘুরছি মিছে
কাকে হায় ভালোবেসেছি
উওর খুজি আমি উওর খুজি
কেন হায় অবেলায় ফেসেছি।
আল্লাহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াতুক ওয়াল আফা আফা অল গিনা,
আল্লাহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াতুক ওয়াল আফা আফা অল গিনা।
আমার ফেলে আসা দিন গুলোতে
শত ভুলের নদি যাচ্ছে বয়ে
কি পাওয়ার ছিলো রয়েছে বাকি
দুটানায় মন ছিলো কোন প্রলয়ে।
আমার ফেলে আসা দিন গুলোতে
শত ভুলের নদি যাচ্ছে বয়ে
কি পাওয়ার ছিলো রয়েছে বাকি
দুটানায় মন ছিলো কোন প্রলয়ে।
যেথায় শুন্য বুকে কান্নার ঢেউ
সেথায় কেন আমি হেসেছি।
আল্লাহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াতুক ওয়াল আফা আফা অল গিনা,
আল্লাহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াতুক ওয়াল আফা আফা অল গিনা।
সুখের চাদরে গায়ে মিথ্যে হাসি
অন্য রকম এই মুখস আমার
নিজের সাথে দিয়েছি ফাকি
পায়নি খুজে কভু উপায় থামার।
সুখের চাদরে গায়ে মিথ্যে হাসি
অন্য রকম এই মুখস আমার
নিজের সাথে দিয়েছি ফাকি
পায়নি খুজে কভু উপায় থামার।
যেথায় কাছে যাওয়া ছিলোবারন
সেথায় কেন আমি ঘেসেছি।
আল্লাহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াতুক ওয়াল আফা আফা অল গিনা,
আল্লাহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াতুক ওয়াল আফা আফা অল গিনা।
0 Comments